Ind vs Pak Preview: খোলা মাঠে বিষাক্ত স্যুইংয়ের মঞ্চ, পাকিস্তানের পেস ত্রয়ীর বিরুদ্ধে অগ্নিপরীক্ষা কোহলিদের
Asia Cup 2023: যশপ্রীত বুমরা, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজের পেস ত্রয়ীর বিরুদ্ধে বাবর আজম-মহম্মদ রিজওয়ানদের কাজ খুব একটা সহজ হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
পাল্লেকেলে: স্টেডিয়ামের মূল পিচের পাশে দাঁড়িয়ে মনে হতে পারে, এটা ক্রিকেট মাঠ, নাকি পৌঁছে গিয়েছেন কোনও সমুদ্রের ধারে বালুতটে?
কেন? কারণ পাল্লেকেলে স্টেডিয়ামে (Pallekele Cricket Stadium) সারাদিন ধরে বইছে হাওয়া। খোলা মাঠ। কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens) বা মুম্বইয়ের ওয়াংখেড়ের মতো নয়। যেখানে গ্যালারির শেড পেরিয়ে হাওয়া কার্যত ঢুকতেই পারে না। ক্যান্ডির অদূরে পাল্লেকেলে স্টেডিয়ামের চারপাশ খোলা। দূরে নজরে পড়বে পাহাড়ের সারি। আর সারাদিন ধরে বয়ে চলে হাওয়া। যে হাওয়ায় বল স্যুইং করে অনেক বেশি।
শনিবারের ভারত-পাকিস্তান (Ind vs Pak) মহারণে যা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। পাকিস্তানের পেস ত্রয়ী দুরন্ত ছন্দে রয়েছে। শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ ও নাসিম শাহ।
আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য ৫ উইকেট নিয়ে ম্যাচ জিতিয়েছিলেন হ্যারিস। এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধেও ২ উইকেট নিয়েছিলেন। উইকেটের মধ্যে রয়েছেন নাসিম শাহও।
তবে পাকিস্তানের প্রধান পেস অস্ত্র শাহিন শাহ আফ্রিদি। বাঁহাতি পেসার ধারাবাহিকভাবে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে বল করেন। বলা হচ্ছে, মহম্মদ আমিরের পর এত প্রতিশ্রুতিমান পেসার আর পায়নি পাক ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ব্যাটিংকে ধ্বংস করে দিয়েছিলেন আগুনে স্পেলে। বিশ্বকাপে মুখোমুখি সাক্ষাতে অপরাজেয়, ভারতের সেই গর্বে ধাক্কা দিয়েছিলেন শাহিনই। বাঁহাতি পেসারদের বিরুদ্ধে বরাবরই বিপাকে পড়েন ভারতীয় ব্যাটাররা। শাহিনের বিরুদ্ধে কঠোর পরীক্ষা দিতে হবে রোহিত শর্মা-বিরাট কোহলিদের।
তবে শাহিনের হাল্কা চোট রয়েছে। যদিও পাক শিবির থেকে বলা হচ্ছে, শাহিন ফিট। ভারতের বিরুদ্ধে মাঠে নামতে সমস্যা হবে না।
তবে এই পরিবেশে সুবিধা পাবেন ভারতীয় পেসাররাও। যশপ্রীত বুমরা, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজের পেস ত্রয়ীর বিরুদ্ধে বাবর আজম-মহম্মদ রিজওয়ানদের কাজ খুব একটা সহজ হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই টস জিতলে ফিল্ডিং করে নিতে চাইবে দুই দলই। যাতে পরে বৃষ্টি নামলে ডাকওয়ার্থ লুইস নিয়ম মেনে অঙ্ক কষে রান তাড়া করা যায়।
ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামের ওয়ান ডে রেকর্ড অবশ্য ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উৎসাহিত করে তোলার মতোই। কারণ, এই মাঠে ওয়ান ডে-তে এখনও পর্যন্ত অপরাজিত ভারতীয় দল। পাল্লেকেলে স্টেডিয়ামে এখনও পর্যন্ত ৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছে ভারত। ৩টি ম্যাচেই জিতেছে টিম ইন্ডিয়া। জয়যাত্রা শুরু হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে। বিরাট কোহলির নেতৃত্বে দুটি ম্যাচ জিতেছে ভারত। তিন ম্যাচেই ভারতের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।
চোট সারিয়ে দলে ফিরেছেন যশপ্রীত বুমরা। পাল্লেকেলে স্টেডিয়ামে ডানহাতি পেসারের ঈর্ষণীয় রেকর্ড রয়েছে। এখানে একটি ওয়ান ডে ম্যাচে ৫টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন বুমরা। আর একটি ম্য়াচে নিয়েছিলেন ৪ উইকেট। এই মাঠে ২০১২ সালে ৫ উইকেট নিয়েছিলেন ইরফান পাঠানও। পেসারদের জন্য সাহায্য় থাকে পিচে। লাইন-লেংথে অভ্রান্ত থাকলে পেসাররাও বিপাকে ফেলতে পারেন ব্যাটারদের। তবে ব্যাটারদের জন্যও রসদ রয়েছে পিচে। এই মাঠে রোহিত শর্মার ওয়ান ডে সেঞ্চুরি রয়েছে।
পাল্লেকেলেতে পাকিস্তানের ওয়ান ডে রেকর্ড ঠিক উল্টো। এই মাঠে ৫টি ম্যাচ খেলে তিনটিতে পরাজয় হজম করতে হয়েছে পাক শিবিরকে। নিউজ়িল্যান্ডের কাছে একবার আর শ্রীলঙ্কার কাছে দুবার পরাস্ত হয়েছে পাকিস্তান। তবে ২০১৫ সালের পর থেকে এই মাঠে আর ওয়ান ডে ম্যাচ খেলেনি পাকিস্তান।
পাল্লেকেলে স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাদশে কারা খেলবেন, তা নিয়ে চলছে নানারকম জল্পনা। ভারতীয় দল নিয়ে নানারকম কাটাছেঁড়া চলছে। রোহিত শর্মা ইনিংস ওপেন করবেন তা নিশ্চিত। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, রোহিতের সঙ্গী হবেন কে?
শুভমনই প্রথম পছন্দ। তবে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পাঁচ ম্যাচে তাঁর রান ছিল ৩, ৭, ৬, ৭৭ ও ৯। কেউ কেউ তাঁর পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের সেরা ক্রিকেটার ঈশান কিষাণকে দিয়ে ইনিংস ওপেন করানোর সম্ভাবনার কথা বলছেন। টিম ম্যানেজমেন্টও মনে করে, ওপেনিংয়ে বেশি সাবলীল ঈশান। কে এল রাহুল ফিট না হওয়ায় উইকেটকিপার হিসাবে ঝাড়খণ্ডের তরুণের খেলা কার্যত নিশ্চিত। সম্ভবত বাইরেই বসতে হবে সঞ্জু স্যামসনকে। রোহিতের সঙ্গে ঈশান ওপেন করলে শুভমন নামতে পারেন নীচের দিকে। আবার শুভমনের বাদ পড়ার সম্ভাবনাও রয়েছে। সেক্ষেত্রে শ্রেয়স ও তিলক - দুজনই খেলতে পারেন একাদশে।
তিন নম্বরে সম্ভবত বিরাট কোহলি। চোট সারিয়ে ফেরা শ্রেয়স আইয়ারকে সরাসরি পাকিস্তান ম্যাচে খেলানো হবে কি না, ধন্দ রয়েছে। কেউ কেউ চার নম্বরে তিলক বর্মাকে খেলানোর কথা বলছেন। পাল্লেকেলেতে স্পিনাররা সাহায্য় পাবেন। তিলক খেললে স্পিন বোলিংও করবেন। ছয় ও সাতে হার্দিক পাণ্ড্য ও রবীন্দ্র জাডেজা কার্যত নিশ্চিত। তিন পেসার হিসাবে খেলতে পারেন যশপ্রীত বুমরা, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ়। সঙ্গে স্পেশ্যালিস্ট স্পিনার কুলদীপ যাদব। তবে কোনও কোনও মহল থেকে শামি বা সিরাজের পরিবর্তে শার্দুল ঠাকুরকে খেলানোর সম্ভাবনার কথাও বলা হচ্ছে। শার্দুল খেললে ব্যাটিংয়ের গভীরতা বাড়বে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন