IND vs SA 2nd ODI: আজ দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে প্রথম একাদশে বদলের পথে হাঁটতে পারে টিম ইন্ডিয়া
IND vs SA 2nd ODI: কে এল রাহুলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। ও তৃতীয়ত বিরাট ও ধবন ছাড়া ব্যর্থ ভারতের ব্যাটিং লাইন আপও। তাই দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে নামার আগে ভারতীয় শিবিরে বদলের আওয়াজও উঠছে।
পার্ল: প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতের হারের পরই অনেক প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে। প্রথমত বোলারদের খারাপ পারফরম্যান্স, দ্বিতীয়ত কে এল রাহুলের নেতৃত্ব ও তৃতীয়ত বিরাট ও ধবন ছাড়া ব্যর্থ ভারতের ব্যাটিং লাইন আপও। তাই দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে নামার আগে ভারতীয় শিবিরে বদলের আওয়াজও উঠছে। প্রথমত বোলারদের খারাপ পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা তাদের স্কোরবোর্ডে ২৯৬ রান তুলে নিয়েছিল। এরপর ব্যাট করতে নেমে বিরাট ও ধবন মিলে বোর্ডে ৯০ রান যোগ করেছিল। কিন্তু বাকিরা কেউই রান না পাওয়ায় ২৬৫-র বেশি বোর্ডে তুলেত পারেনি ভারত।
এই পরিস্থিতিতে আজকের ম্যাচের একাদশে বদল আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। প্রথম ম্যাচে ভেঙ্কটেশ আইয়ারের অন্তর্ভূক্তি নিয়ে প্রশ্ন উঠেছিল। অলরাউন্ডার হিসেবে দলে থাকলেও তাঁকে দিয়ে কোনো বল করানো হয়নি। ব্যাট হাতেও ব্যর্থ হয়েছেন। এছাড়া পেস বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। স্পিন জুটি অশ্বিন ও চাহাল মিলে ১০৬ রান বোর্ডে দিলেও একটি মাত্র উইকেট পেয়েছেন। অশ্বিন সাফল্য পেলেও চাহালের ঝুলিতে কোনও উইকেট আসেনি। উলটো দিকে যদি দক্ষিণ আফ্রিকা শিবিরের দিকে তাকানো যায়, তবে তাবরেজ সামসি, এইডেন মার্করাম ও কেশব মহারাজ মিলে ২৬ ওভার বল করেছেন। ১২০ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন। ভারতের মিডল অর্ডারে পন্থ, শ্রেয়স ২ জনেই ব্যর্থ। শুরু করেও বড় রান করতে পারেননি। হারের ময়নাতদন্তে বসে নিশ্চই এই বিষয়গুলো নিয়ে ভেবেছেন কোচ দ্রাবিড়।
প্রথম ওয়ান ডে ম্যাচে ৩১ রানে জয় ছিনিয়ে নিয়েছে প্রোটিয়া বাহিনী। আজকের ম্যাচে যদিও জিতে যায় তারা, তবে সিরিজও পকেটে পুরে নেবে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে আজকের সিরিজ জিতে সমতা ফেরাতে মরিয়া থাকবে রাহুল বাহিনী।