IND vs SA 2nd T20 Live Streaming: আজ জিতলেই সিরিজ জয়, কখন, কোথায় দেখবেন দ্বিতীয় টি-টোয়েন্টি?
IND vs SA 2nd T20: প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখা গিয়েছে ভারতীয় বোলারদের। ব্যাট হাতে দুর্দান্ত অর্ধশতরান হাঁকিয়েছেন সূর্যকুমার যাদব ও কে এল রাহুল।
গুয়াহাটি: আজ টি-টোয়েন্টি সিরিজের (T20 Series) দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা (India Vs South Africa)। প্রথম ম্যাচ জিতে সিরিজে এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া (India Cricket Team)। আজ জিতলেই সিরিজ পকেটে পুরে নেবে রোহিত শর্মার দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই শেষ টি-টোয়েন্টি সিরিজ ভারতের। তাই সিরিজ জিতেই বিশ্বকাপের মঞ্চে খেলতে নামতে চায় বিরাট, রাহুলরা।
ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ কবে?
আজ, ২ অক্টোবর, রবিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি
কোথায় হবে খেলা?
কখন শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭ টা নাগাদই ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে। টস হওয়ার কথা তার আধ ঘণ্টা আগে অর্থাৎ সন্ধ্যা ৬.৩০টা নাগাদ।
কোথায় দেখা যাবে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি?
স্টার স্পোটর্স নেটওয়ার্কে দেখা যাবে এই ম্যাচটি
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা ভারত-দক্ষিণ আফ্রিকা এই ম্য়াচটি দেখতে পারবেন
রবিবারই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ (IND vs SA 2nd T20) খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তার আগে শুক্রবারই গুয়াহাটিতে পৌঁছে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। শনিবার দিন কড়া অনুশীলনও সারলেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা। পাশাপাশি অনুশীলনে এক অভিনব দৃশ্য দেখা গেল। উঠতি ক্রিকেটারদের সঙ্গে সময় কাটালেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।
উঠতি ক্রিকেটারদের পরামর্শ দিলেন দ্রাবিড়
বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার রাহুল দ্রাবিড়। তাঁর অভিজ্ঞতা এবং দক্ষতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তাঁর মতো একজন কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে সময় কাটালে, তাঁর পরামর্শ পেলে যে কোনও তরুণই যে উপকৃত হবে, তা বলাই বাহুল্য। সেইমতোই এদিন তরুণ ক্রিকেটাররা ভারতীয় অনুশীলনের পর দ্রাবিড়ের সঙ্গে খানিকটা সময় কাটালেন। ভারতীয় দলের সোশ্যাল মিডিয়ায় উঠতি ক্রিকেটারদের সঙ্গে রাহুল দ্রাবিড়ের সময় কাটানোর ছবিও পোস্ট করা হয়। তরুণ ক্রিকেটারদের মন দিয়ে দ্রাবিড়ের পরামর্শ শুনতেও দেখা যায়।