Aiden Markram Ruled Out: পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন মার্করাম, আত্মবিশ্বাসী নোখিয়া
IND vs SA: আইসোলেশনে ছিলেন ডানহাতি এই ব্যাটার। কিন্তু জানা গিয়েছে যে, তিনি এখনও পুরো কোভিড মুক্ত নন। ফলে এবার পুরো সিরিজের জন্যই ছিটকে গেলেন মার্করাম।
রাজকোট: আগামীকাল ভারতের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি (T20) ম্যাচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। তার আগে প্রোটিয়া শিবিরের জন্য খারাপ খবর। ভারতের বিরুদ্ধে পুরো টি-টোয়েন্টি সিরিজ থেকেই এবার ছিটকে গেলেন এইডেন মার্করাম (Aiden Markram)। সিরিজ শুরুর আগেই করোনা (Covid19) আক্রান্ত হয়েছিলেন, ফলে প্রথম তিন ম্যাচে দেখা যায়নি তাঁকে। আইসোলেশনে ছিলেন ডানহাতি এই ব্যাটার। কিন্তু জানা গিয়েছে যে, তিনি এখনও পুরো কোভিড মুক্ত নন। ফলে এবার পুরো সিরিজের জন্যই ছিটকে গেলেন মার্করাম। প্রোটিয়া টিম ম্যানেজমেন্টের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''গত সপ্তাহে করোনা আক্রান্ত হওয়ার পরে সাত দিন নিভৃতবাসে ছিলেন মার্করাম। বাকি দুই ম্যাচের আগে অনুশীলনে যোগ দিতে পারবেন না তিনি। তাই ভারতের বিরুদ্ধে সিরিজের বাকি দুই ম্যাচে খেলতে পারবেন না মার্করাম। শারীরিক ভাবে এখন অনেকটাই সুস্থ মার্করাম। তাই তাঁর মানসিক স্বাস্থ্যের কথা ভেবে তাঁকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়েছে।''
জয়ের সরণিতে ফিরতে মরিয়া নোখিয়া
ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসেছিলেন প্রোটিয়া পেসার আনরিচ নোখিয়া। নিয়মিত দেড়শো কিমি গতিতে বল করার ক্ষমতা রাখেন। আইপিএলে গতি দিয়ে পরাস্ত করেছেন অনেক তারকা ব্যাটারদের। ভারতীয় শিবিরেও রয়েছেন উমরান মালিক। তিনিও দেড়শো কিমি গতিতে বল করেন। তবে কে বেশি দ্রুতগতিতে বল করেন, তা নিয়ে বেশি ভাবতে নারাজ নোখিয়া। তিনি বলছেন, ''আমি এই নিয়ে বেশি ভাবতে রাজি নই একদমই। কে দ্রুতগতিতে বল করে, তা নিয়ে ভেবে কিছু হবে না। আমার দায়িত্ব দলের জন্য খেলা। অবদান রাখতে চাই। অনুশীলনে নিজের ফিটনেস নিয়ে ভাবি। অবশ্যই গতি নিয়েও ভাবি। কিন্তু কোনও প্রতিযোগিতার মধ্যে নেই আমি। আপাতত আগামীকালের ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছি না আমরা।''
প্রোটিয়াদের রিজার্ভ বেঞ্চ
নোখিয়া বলেন, ''আমার মনে হয় দলের প্রত্যেকেই ছন্দে রয়েছেন। কেউ আইপিএল খেলে এসেছে তো কেউ অনুশীলন করেছে এই সিরিজে খেলতে আসার আগে। রিজার্ভ বেঞ্চও শক্তিশালী আমাদের। আমার মনে হয় দ্রুত লুঙ্গি এনগিডির মত বোলারও সুযোগ পাবে। ও অনেকদিন ধরেই খেলেনি। কিন্তু অনুশীলন করেছে ও।''
আরও পড়ুন: মনোজ, শাহবাজের সেঞ্চুরি, দিনের শেষে বাংলার চাপ বাড়ালেন পাতিদার