Ind vs SA: ব্যাটার বিরাট, বোলার দ্রাবিড়, কোন ম্যাচ খেলছেন ২ জনে?
Ind vs SA: কিন্তু ক্রিকেট থেকে তাঁকে দূরে রাখা যে কোনওভাবেই সম্ভব নয়। তাই, ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের আগে অনুশীলনে নেমে পড়লেন বিরাট কোহলি (virat kohli)।
জোহানেসবার্গ: ব্যাট করছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। আর বল হাতে কিংবদন্তী রাহুল দ্রাবিড়। না না, কোনো ম্যাচ নয়, এটা ভারত দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনের সময়ের ছবি। পিঠের ব্যথার জন্য জোহানেসবার্গ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন বিরাট । কিন্তু ক্রিকেট থেকে তাঁকে দূরে রাখা যে কোনওভাবেই সম্ভব নয়। তাই, ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের আগে অনুশীলনে নেমে পড়লেন বিরাট কোহলি। ব্যাট করতে দেখা গেল তাঁকে। আর বোলার স্বয়ং দলের হেডকোচ রাহুল দ্রাবিড়। তাঁকে থ্রোডাউন করে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল'। এই ভিডিও এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
Kohli receiving throwdowns from Dravid pic.twitter.com/uY3h8cd8Fj
— Benaam Baadshah (@BenaamBaadshah4) January 5, 2022
এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ভাল জায়গায় দাঁড়িয়ে ভারতীয় দল। প্রথম ইনিংসে ২০২ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। এরপর দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২২৯রানে অল আউট হয়ে যায়। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রাহানে, পূজারার অর্ধশতরানের ওপর ভর করে ২০০ রানের উপরে লিড নিয়ে নিয়েছেন টিম ইন্ডিয়া।
তার আগে, মঙ্গলবার চাপের মুখে ভারতের রক্ষাকর্তা হয়ে উঠলেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। মুম্বইয়ের পেসার বল হাতে নিলেন সাত উইকেট। তাঁর বোলিংয়ে ছারখার হয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস। প্রোটিয়া শিবিরের প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল ২২৯ রানে। ভারতের চেয়ে মাত্র ২৭ রানের লিড নিতে পেরেছিল দক্ষিণ আফ্রিকা।
ওয়ান্ডারার্সে বল হাতে আগুন ছোটালেন ভারতীয় পেসার শার্দুল ঠাকুর (Shardul Thakur)। টেস্টে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন মুম্বইয়ের পেসার। শেষ পর্যন্ত থামলেন ৬১ রানে ৭ উইকেট নিয়ে। তাঁর দাপটেই দুরন্ত প্রত্যাবর্তন ঘটাল ভারত। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন চা পানের বিরতির কিছুটা পরে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস মাত্র ২২৯ রানে শেষ হয়ে গেল।