IND vs SL 1st Test: চালকের আসনে ভারত, প্রথম ইনিংসে ১৭৪ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা ; বল হাতেও দাপট জাদেজার
IND vs SL 1st Test Highlights: টেস্ট দলে প্রত্যাবর্তনের পর থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা
![IND vs SL 1st Test: চালকের আসনে ভারত, প্রথম ইনিংসে ১৭৪ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা ; বল হাতেও দাপট জাদেজার IND vs SL 1st Test Day 3 Sri Lanka 174 all out 1st innings Ravindra Jadeja picks up 5 wickets Sri Lanka trail by 400 runs IND vs SL 1st Test: চালকের আসনে ভারত, প্রথম ইনিংসে ১৭৪ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা ; বল হাতেও দাপট জাদেজার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/06/905a0784fb118f58b5c6faa1388d4c08_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মোহালি : মোহালিতে বোলিংয়েও দাপট ভারতের। প্রথম ইনিংসে ১৭৪ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা। ব্যাটে দুরন্ত ইনিংসের পর, বল হাতেও সফল রবীন্দ্র জাদেজা। ৫ উইকেট তুলে নিলেন তিনি।
প্রথম টেস্টের তৃতীয় দিনে ৪০০ রানের লিড নেয় ভারত। শ্রীলঙ্কাকে ১৭৪ রানে গুটিয়ে দেয়। এরপর ফলোঅনের জন্য বলা হয়। এর শুরুটাও খারাপ করে শ্রীলঙ্কা। কারণ, শুরুতেই লাহিরু থিরিমানের উইকেট হারায়। তৃতীয় ওভারেই আউট হয়ে যান তিনি। তৃতীয় দিনের লাঞ্চ ব্রেকে, শ্রীলঙ্কার স্কোর ১ উইকেট খুইয়ে ১০। এখনও ৩৯০ রানে পিছিয়ে।
টেস্টের প্রথম দিনে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি তাঁর শততম টেস্টে ৮ হাজার রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করেন। ঋষভ পন্থ ৯৭ বলে ৯৬ রানের আগ্রাসী ইনিংস খেলেন। প্রথম দিনের শেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের রান ছিল ৬ উইকেটে ৩৫৭। এরপর গতকাল ৫৭৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ভারত।
শ্রেয়স আয়ার আউট হওয়ার পর বাইশ গজে নেমেছিলেন জাডেজা। ষষ্ঠ উইকেটে ঋষভ পন্থের (৯৬) সঙ্গে ১০৪ রানের পার্টনারশিপ গড়েন তিনি। এরপর রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে জুটি বাঁধেন জাডেজা। অশ্বিনের সঙ্গে জাডেজার জুটিতে স্কোরবোর্ডে ১৩০ রান যোগ হয়। ৮২ বলে ৬১ রান করে প্যাভিলিয়নে ফেরত যান অশ্বিন। তাঁর ইনিংসে রয়েছে আটটি বাউন্ডারি। এরপর নবম উইকেটে মহম্মদ শামির সঙ্গে ১০৩ রানের অপরাজিত পার্টনারশিপ গড়েন জাডেজা। এই জুটিতে শামির অবদান ছিল ২০ রান। তিনি ৩৬ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। এভাবে মোহালিতে প্রথম ইনিংসে তিন-তিনটি শতরানের পার্টনারশিপ গড়েন জাডেজা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে চলতি টেস্টে প্রথম ইনিংসে কার্যত রানের পাহাড় গড়ে ভারত। ৫৭৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে আট উইকেট হারিয়ে ৫৭৪ রান করে রোহিত শর্মার দল। ইনিংসের সমাপ্তি ঘোষণা করায় দ্বিশতরান করার সুযোগ পাননি জাডেজা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)