IND vs SA, 1st Innings Highlights: কেকেআরের প্রাক্তন ও বর্তমানের লড়াইয়ে ভদ্রস্থ স্কোর তুলল ভারত
IND vs SL, 1st T20, Barabati Stadium: দীনেশ কার্তিক ও শ্রেয়স আইয়ার, দুজনই আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক থেকেছেন। ব্যাট হাতে টানলেন দলকে।
কটক: অদ্ভুত সমাপতনের সাক্ষী রইল যেন রবিবারের বরাবাটি স্টেডিয়াম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে চাপের মুখে ভারতের (Team India) রক্ষাকর্তা হয়ে হাজির হলেন এমন দুজন, যাঁদের দুজনের সঙ্গে কলকাতার যোগসূত্র রয়েছে।
কীভাবে? দীনেশ কার্তিক (Dinesh Karthik) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), দুজনই আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অধিনায়ক থেকেছেন। দীনেশ কার্তিক গত মরসুমেও কেকেআরের অধিনায়ক ছিলেন। শ্রেয়স এই মরসুমে কেকেআরকে নেতৃত্ব দিয়েছেন। রবিবার দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের সামনে যখন নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে ভারত, তখন ৩৫ বলে ৪০ রান করেছেন শ্রেয়স। তিন নম্বরে নেমে ২টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। শ্রেয়সই রবিবার ভারতের সর্বোচ্চ স্কোরার।
শ্রেয়সের ইনিংসের পরেও একটা সময় যখন ভারতের স্কোর ১১২/৬, এবং হাতে পড়ে মাত্র ১৮ বল, অনেকে ধরেই নিয়েছিলেন যে, বড় স্কোর করতে পারবে না ভারত। সেখান থেকে পাল্টা আক্রমণ শুরু করেন ডিকে। ২১ বলে ৩০ রান করে অপরাজিত রইলেন তিনি। তাঁর জন্যই ২০ ওভারের শেষে ভারতের স্কোর পৌঁছয় ১৪৮/৬। যা লড়াই করার সুযোগ করে দিয়েছে ভারতীয় বোলারদের।
রবিবার কটকের বরাবাটি স্টেডিয়ামে টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। টসের পর তিনি বলেন, 'জানি না উইকেট কীরকম আচরণ করবে। তবে আগের ম্যাচের মতো করেই এগোচ্ছি। আগের ম্যাচে দ্বিতীয়ার্ধে উইকেট আরও ভাল হয়ে গিয়েছিল।' এদিন দক্ষিণ আফ্রিকা দলে দুটি পরিবর্তন করা হয়। চোটের জন্য নেই কুইন্টন ডি'কক। সেই সঙ্গে বাদ পড়েছেন ট্রিস্টান স্টাবস। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের দল অপরিবর্তিত রাখে ভারত।
ব্যাট করতে নেমে শুরুতেই রুতুরাজ গায়কোয়াড়কে হারায় ভারত। ঈশান কিষাণ ২১ বলে ৩৪ রান করে ফেরেন। পরের দিকে শ্রেয়স ও ডিকে ছাড়া আর কেউই রান পাননি।