Rishabh Pant Health: দিল্লি নয়, চিকিৎসার উদ্দেশে মুম্বইয়ে উড়িয়ে আনা হচ্ছে ঋষভকে, জানাল বোর্ড
Rishabh Pant: শুক্রবার গাড়ি দুর্ঘটনার পর উত্তরাখণ্ডের ম্যাক্স হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।
মুম্বই: শুক্রবার গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ (Rishabh Pant)। তারপর থেকে উত্তরাখণ্ডের ম্যাক্স হাসপাতালে চিকিৎসারত রয়েছেন ভারতের তারকা ক্রিকেটার। পন্থের উন্নত চিকিৎসার জন্য উত্তরাখণ্ড থেকে তাঁকে দিল্লিতে উড়িয়ে আনা হতে পারে বলে জানিয়েছিলেন ডিডিসিএ সভাপতি। তবে এবার বোর্ডের (BCCI) তরফে জানানো হল দিল্লি নয়, পন্থের চিকিৎসার জন্য তাঁকে বিমানে করে নিয়ে আসা হবে মুম্বইয়ে। বুধবারই (৪ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এই পন্থের স্বাস্থ্যের আপডেট দিয়ে তাঁকে মুম্বইয়ে স্থানান্তরিত করা হবে বলে জানানো হয়।
বোর্ডের আপডেট
Second Medical Update – Rishabh Pant
— BCCI (@BCCI) January 4, 2023
More details here 👇👇https://t.co/VI8pWr54B9
বিসিসিআইয়ের তরফে বিবৃতিতে জানানো হয়, 'ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে উইকেটকিপার ঋষভ পন্থকে মুম্বইয়ে নিয়ে আসার সমস্তরকম ব্যবস্থা করা হয়েছে। ঋষভ, যিনি ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনার পর দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তাঁকে বিমানে করে মুম্বইয়ে নিয়ে আসা হবে। ওঁকে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল ও মেডিক্যাল রিসার্চ সেন্টারে ভর্তি করা হবে।' মুম্বইয়ের এই বিখ্যাত বেসরকারি হাসপাতালে ডাক্তার দীনশ পার্দিওয়ালা, স্পোর্টস মেডিসিন বিভাগের প্রধানের অধীনে চিকিৎসাধীন থাকবেন।
এখানেই ঋষভের সার্জারি হবে এবং তাঁর ছেঁড়া লিগামেন্টে সারিয়ে তোলার চিকিৎসা চলবে। ঋষভের গোটা পুনর্বাসন প্রক্রিয়ার ওপর বোর্ডের মেডিক্যাল দল কড়া নজর রাখবে। বোর্ডের তরফে ঋষভ যাতে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারেন, তার জন্য সবরকম সহায়তা করা হবে বলেই জানানো হয়। প্রসঙ্গত, গতকালই বছরের প্রথম ম্যাচে মাঠে নামে টিম ইন্ডিয়া। সেই ম্যাচের আগে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়, হার্দিক পাণ্ড্যরা ঋষভরে দ্রুত আরোগ্য কামনা করে এক বার্তাও পাঠান।
ঋষভের পাশে টিম ইন্ডিয়া
বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিওতে কোচ রাহুল দ্রাবিড় বলেন, 'ঋষভ, আশা করছি তুমি ভাল আছ। তুমি দ্রুতই সুস্থ হয়ে ফিরে এস। বিগত এক বছরে তোমায় ভারতের টেস্ট ইতিহাসের বেশ কয়েকটি সেরা সেরা ইনিংস খেলতে দেখেছি। আমরা কঠিন পরিস্থিতিতে পড়লেই তুমি বরাবর আমাদের সেই পরিস্থিতি থেকে বের করে এনেছ। ফের এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি তুমি। আমি জানি তুমি এতদিন পর্যন্ত যেভাবে লড়াই করে ফিরে এসেছ, এবারেও তেমনভাবেই ফিরে আসবে।'
হার্দিক বলেন, 'হাই ঋষভ, আশা করছি তুমি দ্রুত সেরে উঠবে। আমি জানি বর্তমান পরিস্থিতিটা একেবারেই ভাল নয়, তবে জীবনে কত কিছুরই তো মুখোমুখি হতে হয় এবং তুমি একজন যোদ্ধা। যেমনটা তুমি সবসময় করে এসেছ, আমি নিশ্চিত তুমি তেমনভাবেই দ্রুতই আবারও সব দরজা ভেঙে ফিরে আসবে। আমার ভালবাসা সবসময় তোমার সঙ্গে রয়েছে। আমাদের দল ও গোটা দেশ তোমার পাশে আছে। '
আরও পড়ুন: আবারও কামব্যাক! পুরনো পদে ফিরতে চলেছেন সৌরভ?