Ind vs SL Preview: অর্শদীপ খেললে বাদ পড়বেন কে? পুণেতেই সিরিজ জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার
BCCI: ভারতীয় দলকে চিন্তাভাবনা করতে হচ্ছে প্রথম একাদশ নিয়ে। কারণ, দলে অন্তর্ভুক্ত হয়েছেন অর্শদীপ সিংহ।
পুণে: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ নাটকীয় পরিস্থিতিতে জিতেছে ভারত (Ind vs SL)। ওয়াংখেড়েতে প্রথম থেকে দাপট দেখিয়েও শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস পরিস্থিতিতে মাত্র ২ রানে জিতেছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে ভারত। বৃহস্পতিবার পুণেতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতলেই সিরিজ জয়ের সুযোগ ভারতের।
আর তার আগে ভারতীয় দলকে চিন্তাভাবনা করতে হচ্ছে প্রথম একাদশ নিয়ে। কারণ, দলে অন্তর্ভুক্ত হয়েছেন অর্শদীপ সিংহ। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে বাঁহাতি পেসারকে খেলানো হতে পারে। কিন্তু অর্শদীপ খেললে কার বদলে? তা নিয়ে চিন্তাভাবনা করতে হতে পারে রাহুল দ্রাবিড়-হার্দিক পাণ্ড্যদের।
একটা অংশের মত হচ্ছে, হর্ষল পটেলকে বসিয়ে অর্শদীপকে খেলানো যেতে পারে। হর্ষল একটা সময় ডেথ ওভার স্পেশালিস্ট হিসাবে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু তিনি অনেক রান খরচ করে ফেলছেন। বিশেষ করে তাঁর বলের গতি বেশি না হওয়ায় ব্যাটসম্যানেরা সহজেই তাঁর বাউন্সার বা স্লোয়ার বুঝে ফেলছেন। যে কারণে ব্যাটসম্যানদের খুব একটা চাপে ফেলতে পারছেন না হর্ষল। অনেকের মতে, তাঁকে বাদ দিয়ে অর্শদীপকে খেলানো হতে পারে।
আবার কারও কারও মতে, উমরন মালিকের বদলে খেলানো উচিত অর্শদীপকে। উমরন যদিও প্রথম ম্যাচে আগুনে গতিতে বল করেছেন। তাই তাঁকে বাদ দেওয়ার ঝুঁকি টিম ইন্ডিয়া নেয় কি না, জোর দিয়ে বলা যাচ্ছে না।
যশপ্রীত বুমরাও প্রত্যাবর্তনের অপেক্ষায়। নিজের জায়গা ধরে রাখতে হলে তাই পারফর্ম করতেই হবে হর্ষলকে। চোট পেয়ে সম্ভবত এই ম্যাচের বাইরে সঞ্জু স্যামসন। পুরো দল দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে পুণে পৌঁছে গেলেও সূত্রের খবর, মুম্বইয়েই রয়ে গিয়েছেন স্যামসন।
View this post on Instagram
পুণেতে অবশ্য শ্রীলঙ্কার রেকর্ড ভাল। এখানে টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে হারানোর নজিরও রয়েছে দ্বীপরাষ্ট্রের ক্রিকেটারদের। প্রথম ম্যাচে অল্পের জন্য লক্ষ্যপূরণ হয়নি। সিরিজে সমতা ফেরাতে তাই মরিয়া থাকবে দাসুন শনাকারা।
আরও পড়ুন: খেলা দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে কনুই ভেঙেছিলেন, সেই শিবমের গতিতেই ছারখার শ্রীলঙ্কা