Rohit Sharma T20 Record: নেতৃত্ব খুইয়েছেন, এবার রোহিতের কাছে রেকর্ডও হারালেন কোহলি
T20 Records: টি-টোয়েন্টি ও ওয়ান ডে-র পর টেস্টের নেতৃত্বের ব্যাটনও তাঁর হাত থেকে গিয়েছে রোহিত শর্মার কাছে। এবার টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রানের রেকর্ডও রোহিতের কাছেই হারালেন বিরাট কোহলি।
লখনউ: টি-টোয়েন্টি ও ওয়ান ডে-র পর টেস্টের নেতৃত্বের ব্যাটনও তাঁর হাত থেকে গিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) কাছে। এবার টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রানের রেকর্ডও রোহিতের কাছেই হারালেন বিরাট কোহলি (Virat Kohli)।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩২ বলে ঝোড়ো ৪৪ রান করলেন রোহিত। তাঁর ইনিংসে ছিল ২টি চার ও একটি ছক্কা। এদিন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল ও কোহলির রেকর্ড ভেঙে দিয়ে নতুন কীর্তি গড়লেন রোহিত।
কী সেই রেকর্ড? এদিন ৩৭ রান করার সঙ্গে সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে গাপ্টিলের ৩২৯৯ ও কোহলির ৩২৯৬ রানের রেকর্ড পেরিয়ে গেলেন রোহিত। মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যানই এখন আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি ফর্ম্যাটে সর্বোচ্চ রান সংগ্রহকারী।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যেখানে শেষ করেছিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সেখানেই যেন শুরু করল ভারত। লখনউয়ে ফের দাপট ভারতীয় ব্যাটারদের। ওপেনিংয়ে সেঞ্চুরি পার্টনারশিপ গড়লেন রোহিত শর্মা (Rohit Sharma) ও ঈশান কিষাণ (Ishan Kishan)। মাত্র ১১.৫ ওভারে ১১১ রান যোগ করলেন দুই ক্রিকেটার। যাঁরা আইপিএলেও খেলেন এক দলে। মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians)। রোহিত ৩২ বলে ৪৪ রান করে আউট হলেও হাফসেঞ্চুরি পূর্ণ করেন ঈশান। শেষ পর্যন্ত ৫৬ বলে ৮৯ রান করে ফেরেন রাঁচির বাঁহাতি ব্যাটার। রোহিত-ঈশানের পর ব্যাট হাতে দাপট দেখান শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer)। তিনিও হাফসেঞ্চুরি করেন। প্রথমে ব্যাট করে ভারত তুলেছে ১৯৯/২।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে দাপট দেখিয়েছিল ভারত। ওয়ান ডে সিরিজে ক্যারিবিয়ানদের ৩-০ হারানোর পর ইডেনে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সবকটি জিতেছিল টিম ইন্ডিয়া। ক্যারিবিয়ান শিবিরকে হোয়াইটওয়াশ করেছিল টিম ইন্ডিয়া। ঘটনা হচ্ছে, রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলা দলে ছ'টি পরিবর্তন করেছে টিম ইন্ডিয়া। এদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় দীপক হুডার। সেই সঙ্গে এদিনের ম্যাচে খেলছেন সঞ্জু স্যামসন, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও রবীন্দ্র জাডেজা। যাঁদের কেউই ইডেনে শেষ ম্যাচে ভারতের প্রথম একাদশে ছিলেন না।
ওপেনিং করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন রোহিত ও ঈশান। মাত্র ৭১ বলে ১১১ রান যোগ করেন দুজনে। ৪৪ রান করে রোহিত আউট হওয়ার পরেও স্বমেজাজে ব্যাট করে যান ঈশান। ১০টি চার ও তিনটি ছক্কা মেরেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে শ্রেয়স আইয়ারকে পর্যাপ্ত সুযোগ না দেওয়ায় সমালোচনা হয়েছিল। এদিন সুযোগের সদ্ব্যবহার করলেন কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক। মাত্র ২৮ বলে ৫৭ রানে অপরাজিত রইলেন।
ভারতীয় ক্রিকেটে হইচই ফেলা দেওয়া দুর্গেশ ইলেকট্রিক মিস্ত্রির কাজও করেছেন!