Suryakumar Yadav: ম্যাচ সেরা সূর্যকুমারে মজেছেন অধিনায়ক রোহিত
IND vs WI 3rd T20I: ব্যাটিং ইনিংসের শুরুর দিকেই এদিন রোহিত চোটের জেরে মাঠ ছাড়তে বাধ্য হন। তবে রোহিত চলে গেলেও, সূর্যকুমার ও শ্রেয়স আইয়ারের ৮৬ রানের পার্টনারশিপ ভারতীয় দলের উপর চাপই আসতে দেয়নি।
সেন্ট কিটস: চলতি টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ভারতের ব্যাটিং ব্যর্থতা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। প্রশ্ন উঠেছিল সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) দিয়ে ব্যাটিং ওপেন করানোর সিদ্ধান্ত নিয়েও। তবে তৃতীয় ম্যাচে (IND vs WI 3rd T20I) সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন সূর্য।
বড় ইনিংস
১৬৫ রান তাড়া করতে নেমে মূলত সূর্যকুমার যাদবের ৭৬ রানের ইনিংসে ভর করেই টিম ইন্ডিয়া এক ওভার ও সাত উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয়। সিরিজে ২-১ এগিয়ে যায় রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল। ম্যাচ জয়ের পর সূর্যকুমারকে প্রশংসায় ভরালেন রোহিত। ম্যাচ শেষে তিনি বলেন, 'এই ফর্ম্যাটে কেউ শুরুটা ভাল করে সেট হয়ে গেলে তার শেষ পর্যন্ত খেলাটা খুব গুরুত্বপূর্ণ। দলের তো সেটাই প্রয়োজন। ওই ৩০, ৪০ রানটা দেখতে হয়তো ভাল লাগে, তবে কোনও ব্যাটার যখন ৭০. ৮০ রান বা শতরান করে, তখনই সেই রান দলের কাজে লাগে।'
সূর্য-শ্রেয়সের পার্টনারশিপ
ভারতের ব্যাটিং ইনিংসের শুরুর দিকেই এদিন রোহিত চোটের জেরে মাঠ ছাড়তে বাধ্য হন। তবে রোহিত চলে গেলেও, সূর্যকুমার ও শ্রেয়স আইয়ারের ৮৬ রানের পার্টনারশিপ ভারতীয় দলের উপর চাপই আসতে দেয়নি। এই পার্টনারশিপ যে ম্যাচ জয়ের নিরিখে কতটা গুরুত্বপূর্ণ ছিল, সেই কথা মনে করিয়ে দিতেও কিন্তু ভোলেননি রোহিত। 'লক্ষ্যটা একেবারেই সহজ ছিল না এবং পিচেও বোলারদের জন্য মদত ছিল। সেই কারণেই আমাদের সঠিক বল নির্বাচন করে সঠিক শট খেলাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা সেটা করতে পেরেছি। শ্রেয়সের সঙ্গে সূর্যকুমারের পার্টনারশিপটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।' বলেন রোহিত।
তবে পার্টনারশিপে সূর্যর সঙ্গে ৮৬ রান যোগ করলেও, শ্রেয়সের ব্যক্তিগত সংগ্রহ মাত্র ২৪ রান, তাও আসে ২৭ বলে। শ্রেয়সকে গোটা ইনিংস জুড়েই সংঘর্ষ করতে দেখা যায়। তার দলে জায়গা নিয়ে এমনিতেই প্রশ্ন উঠছিল। এরপর টানা তিন ম্যাচে ব্যর্থতা। পরের ম্যাচে তার দলে জায়গা পাওয়া নিয়ে কিন্তু বড় প্রশ্নচিহ্ন তৈরি হল।
আরও পড়ুন: ব়্যাঙ্কিংয়ে অভূতপূর্ব উন্নতি, বাবরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সূর্যকুমার যাদব