IND vs WI: 'এই পিচে ব্যাট করা কঠিন ছিল', প্রথম টি-টোয়েন্টি জিতে কী বলছেন রোহিত?
IND vs WI T20: প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় দল ৬ উইকেট হারিয়ে ১৯০ রান বোর্ডে তুলে নেয়। রোহিত শর্মা ছাড়াও ১৯ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন দীনেশ কার্তিক।

ত্রিনিদাদ: ওয়ান ডে সিরিজের বিশ্রামের পর টি-টোয়েন্টি (T20 Series) সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই অর্ধশতরান হাঁকিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ৭টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকিয়ে ৪৪ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেলেন হিটম্যান। তবে ম্যাচের পর ভারত অধিনায়ক বলেন, ব্য়াটিং করা এই পিচে একদমই সহজ ছিল না।
কী বলছেন রোহিত শর্মা?
গতকাল প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬৮ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এরপরই রোহিত শর্মা বলেন, ''পিচের প্রকৃতি, আমরা জানতাম কিছুটা কঠিন হতে চলেছে। শুরুতে শট মেকিং সহজ ছিল না। একই সময়ে, আমরা বুঝতে পারি যে যারা সেট রয়েছে, তাঁদের বেশিক্ষণ ক্রিজে সময় কাটাতে হবে। বল বাছাই করে শট নির্বাচন করাটা খুব একটা সহজ ছিল না। পিচের প্রকৃতিও ছিল ধীরগতির।''
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় দল ৬ উইকেট হারিয়ে ১৯০ রান বোর্ডে তুলে নেয়। রোহিত শর্মা ছাড়াও ১৯ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন দীনেশ কার্তিক। তবে এত রান বোর্ডে উঠবে, ভাবতেই পারেননি রোহিত। তিনি বলছেন, ''আমরা যখন ব্যাট করছিলাম শুরুর দিকে কখনও ভাবিনি যে এত রান বোর্ডে তুলতে পারব। ১৭০-১৮০ প্রথম ইনিংসে বোর্ডে তোলা অসম্ভব মনে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা পার স্কোরের বেশি বোর্ডে তুলতে পেরেছিলাম।''
রাহুলের বদলি সঞ্জু
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক কেএল রাহুল। বিসিসিআইয়ের তরফে শুক্রবার এক বিবৃতির মাধ্যমে রাহুলের সিরিজ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি সুনিশ্চিত করা হয়। পাশাপাশি ভারতীয় নির্বাচক দলের তরফে তারকা ব্যাটারের বদলি হিসেবে সঞ্জু স্যামসনের নাম ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: জোড়া গোলে ঘানার বিরুদ্ধে জয়ে নেতৃত্ব দিয়েছেন গুরজিৎ, আজ ওয়েলসের সামনে মহিলা হকি দল






















