commonwealth games 2022: জোড়া গোলে ঘানার বিরুদ্ধে জয়ে নেতৃত্ব দিয়েছেন গুরজিৎ, আজ ওয়েলসের সামনে মহিলা হকি দল
commonwealth games: ২০১৪-১৫ সালে হকি ওয়ার্ল্ড লিগের সেই ম্যাচে ঘানাকে ১৩-০ গোলে চূর্ণ করেছিল ভারত। শুক্রবারও শুরু থেকে দাপট দেখায় ভারত। শেষ পর্যন্ত সবিতা পুনিয়ারা ৫-০ গোলে জয় পান।
বার্মিংহ্যাম: কমনওয়েলথ গেমসে নিজেদের প্রথম ম্যাচে ঘানার বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় মহিলা হকি দল। ঘানার (Ghana) বিরুদ্ধে ৫-০ বিশাল ব্যবধানে জয় পেয়েছে হকি দল। ২ গোল করে দলকে জয়ে নেতৃত্ব দিয়েছেন গুরজিৎ কৌর। ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে হকিতে চতুর্থ স্থানে শেষ করেছিল ভারত। তবে এবার আরও ভাল ফল করার জন্য মরিয়া মহিলা দল। এর আগে একবারই হকিতে ঘানার মুখোমুখি হয়েছিল ভারতের মহিলা দল। ২০১৪-১৫ সালে হকি ওয়ার্ল্ড লিগের সেই ম্যাচে ঘানাকে ১৩-০ গোলে চূর্ণ করেছিল ভারত। শুক্রবারও শুরু থেকে দাপট দেখায় ভারত। শেষ পর্যন্ত সবিতা পুনিয়ারা ৫-০ গোলে জয় পান।
গতকালের ম্যাচের পর গুরজিৎ বলছেন, ''এই জয়ের ধারা ধরে রাখাই আমার লক্ষ্য। আমরা প্রতি ম্যাচেই ভাল পারফর্ম করতে চাই। আমি অনেকগুলো গোল করার সুযোগ পেয়েছিলাম। কিন্তু তা কাজে লাগাতে পারিনি। আগামী ম্যাচে নিজের ভুলত্রুটি গুলো শুধরে তা কাজে লাগাতে চাই। যত বেশি সম্ভব গোল করতে চাই।''
গুরজিৎ আরও বলেন, ''আমার দলের জন্য এই জয় ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। এই পয়েন্ট আমাদের আত্মবিশ্বাস জোগাবে। আমার মনে হয়েছিল স্কোর আরও ভাল হওয়া উচিত ছিল। কিন্তু জয় জয়ই। তাই অতীত নিয়ে আর ভাবছি না। সামনে ম্যাচই আমাদের ফোকাস এখন।''
কমনওয়েলথ গেমস (Commonwealth Games) হকিতে ভারতের মহিলা দলের শুরুটা হল দুরন্তভাবে। প্রথম ম্যাচে ঘানাকে ৫-০ গোলে বিধ্বস্ত করল ভারত (Ind vs Ghana)। জোড়া গোল করে ভারতের জয়ের কারিগর গুরজিৎ কৌর। দলের হয়ে বাকি তিন গোল করেছেন নেহা, সঙ্গীতা কুমারী ও সালিমা টেটে।
আজ কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে বক্সিংয়ে নামবেন ভারতের লভলিনা বড়গোঁহাই। এছাড়াও আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে নামবেন প্রণতি নায়েক। ওয়েটলিফটিংয়ে নামবেন সাইকম মীরাবাঈ চানু।
আরও পড়ুন:কমনওয়েলথ গেমসে জয় দিয়ে শুরু, কী বলছেন কিদম্বী শ্রীকান্ত?
আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে জয় দিয়ে শুরু, কী বলছেন কিদম্বী শ্রীকান্ত?