IND W vs BAN W: বাংলাদেশের বিরুদ্ধে শেফালি ম্যাচ সেরা হলেও, এই তারকাকে প্রশংসা ভরালেন স্মৃতি
Women's Asia Cup: পাকিস্তানের বিরুদ্ধে গত ম্যাচে ১৩ রানে পরাজয়ের পর বাংলাদেশকে ৫৯ রানে হারিয়ে ফের জয়ের সরণীত ফিরেছে ভারতীয় দল।
সিলেট: পাকিস্তানের বিরুদ্ধে গত ম্যাচে পরাজয়ের পর মহিলাদের এশিয়া কাপে (Women's Asia Cup) পুনরায় জয়ের সরণীতে ফিরেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women's Cricket Team)। অধিনায়ক হরমনপ্রীত কৌরের অনুপস্থিতিতেই ৫৯ রানের বড় ব্যবধানে বাংলাদেশকে হারায় ভারতীয় দল। ব্যাট, বল হাতে দুরন্ত পারফর্ম করেন শেফালি ভার্মা। ব্যাট হাতে ৪৪ বলে ৫৫ রান করে বিশ্বরেকর্ড গড়ার পাশাপাশি বল হাতেও দুই উইকেট নেন শেফালি।
পাকিস্তানের বিরুদ্ধে হারের পর এই ম্যাচে জয় ভীষণই গুরুত্বপূর্ণ ছিল বলে মেনে নিচ্ছেন স্ট্যান্ড ইন অধিনায়ক স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। তিনি ম্যাচ শেষে বলেন, 'গত ম্যাচে (পাকিস্তানের বিরুদ্ধে) আমরা যেমনভাবে খেলি, সেটা খুবই হতাশাজনক ছিল। আজ ভালভাবে কামব্যাক করতে পেরেছি। যেভাবে দলের মেয়েরা খেলেছে, তাতে আমি গর্বিত। দলের সকলেই আজ এই জয়ে নিজেদের অবদান রেখেছে। শেফালি শুরুতে ভাল ব্যাট করেছে আর জেমি (জেমাইমা রডরিগেজ) শেষটা ভাল করে।' শেফালির ৫৫ রানের পাশাপাশি স্মৃতি নিজেও ব্যাট হাতে ৪৭ রান করেন। জেমাইমা করেন ৩৫ রান।
তবে স্মৃতির নজর কেড়েছে শেষের দিকে নেমে দীপ্তি শর্মার (Deepti Sharma) পাঁচ বলে ১০ রানের ইনিংস। 'দীপ্তি যেভাবে ওই পাঁচ বলে ব্যাট করে, সেটা আমায় খুব প্রভাবিত করেছে।' বলেন তিনি। পাশাপাশি দলের বোলিং বিভাগকেও প্রশংসায় ভরিয়ে দেন স্মৃতি। আজকের ম্যাচের ভারতীয় অধিনায়ক বলেন, 'আমরা বল হাতে আজ দারুণ পারফর্ম করেছি। ডট বল করে ওদের ওপর চাপ বানানোটা খুব প্রয়োজনীয় ছিল। ফাস্ট বোলারদের জন্য এই পিচে উইকেট নেওয়াটা একেবারেই সহজ ছিল না। তবে সকলেই দারুণ পারফর্ম করেছে।' ভারত এর পরের ম্যাচে তাইল্যান্ডের বিরুদ্ধে মাঠ নামবে।
ম্যাচের বিবরণ
বাংলাদেশের বিরুদ্ধ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় স্ট্যান্ড ইন অধিনায়ক স্মৃতি। দলের দুই ওপেনার শেফালি ও স্মৃতি মান্ধানা, অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেন। ওপেনিংয়ে ৯৬ রান যোগ করেন স্মৃতি ও শেফালি। এই ওপেনিং পার্টনারশিপে ভর করেই ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১৫৯ রান তোলে। তিন নম্বরে নেমে পাকিস্তানের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন জেমাইমা রডরিগেজ। রানে ফিরলেন তিনিও। ২৪ বলে ৩৫ রানের সুন্দর একটি ইনিংস খেলেন তিনি। তবে হরমনপ্রীতহীন ভারতীয় মিডল অর্ডার ব্যাট হাতে ব্যর্থ হয়। এর ফলে ১৫৯ রানের বেশি তুলতে পারেনি ভারত।
জবাবে বাংলাদেশ মাত্র ১০০ রানের বেশি এগোতে পারেনি। বাংলাদেশের হয়ে অধিনায়ক নিগার সুলতানা ৩৬ রান করেন। ওপেনার ফরজানা হক ৩০ রান করলেও, তা করতে ৪০ বল খেলে ফেলেন। আরেক ওপেনার মুর্শিদা খাতুন ২১ রান করতে নেন ২৫ বল। তাই বাংলাদেশি ওপেনাররা ৪৫ রান যোগ করলেও, শুরু থেকেই ম্যাচে পিছিয়ে পড়েছিল পদ্মাপারের দল। শেষমেশ সাত উইকেটে ১০০ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। ভারতের হয়ে দীপ্তি শর্মা ও শেফালি ভার্মা দুইটি করে উইকেট নেন। একটি করে উইকেট পান রেণুকা সিংহ ও স্নেহ রানা। সোমবার তাইল্যান্ডের বিরুদ্ধে নিজেদের গ্রুপপর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ভারতীয় দল।
আরও পড়ুন: