IND A vs PAK A: আজ কখন, কোথায় দেখবেন ভারত বনাম পাকিস্তান এমার্জিং এশিয়া কাপের ফাইনাল?
Emerging Asia Cup 2023: বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনালে জয় ছিনিয়ে নিয়েছিল যশ ধূলের দল। প্রথমে ব্যাট করে ভারত ২১১ রানে অল আউট হয়ে যায়। জবাবে বাংলাদেশ ১৬০ রানই বোর্ডে তুলতে পারে।
![IND A vs PAK A: আজ কখন, কোথায় দেখবেন ভারত বনাম পাকিস্তান এমার্জিং এশিয়া কাপের ফাইনাল? India A vs Pakistan A Final Live Streaming, Emerging Asia Cup 2023: When and where to watch IND A vs PAK A: আজ কখন, কোথায় দেখবেন ভারত বনাম পাকিস্তান এমার্জিং এশিয়া কাপের ফাইনাল?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/23/2cba3c19f1b05b1c8aae6d75a25c20ad1690086435948206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলম্বো: এমার্জিং এশিয়া কাপের ফাইনালে (Emerging Asia Cup 2023) আজ মুখোমুখি হতে চলেছে ভারত এ বনাম পাকিস্তান এ দল। ২০১৩ সালের পর ফের একবার খেতাব জয়ের সুযোগ টিম ইন্ডিয়ার সামনে। কিন্তু সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এক নজরে দেখে নেওয়া যাক আজকের এই হাইভোল্টেজ ম্যাচ কোথায় হতে চলেছে, কখন শুরু হতে চলেছে ও এই ম্যাচ দর্শকরা কীভাবে দেখতে পারবেন।
কারা মুখোমুখি এমার্জিং এশিয়া কাপে?
ভারত এ ও পাকিস্তান এ দল আজ এমার্জিং এশিয়া কাপের ফাইনাল মুখোমুখি হতে চলেছে।
এই ম্যাচটি হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে।
কখন খেলা?
ম্যাচ শুরু ভারতীয় সময় দুপুর ২টো থেকে
কোথায় দেখবেন খেলা?
ভারত এ বনাম পাকিস্তান এ ম্যাচটি টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক
অনলাইন স্ট্রিমিং
স্মার্টফোনে ওয়েবসাইট ও ফ্যানকোডে অনলাইন লাইভ স্ট্রিমিং দেখা যাবে ম্যাচের।
বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনালে জয় ছিনিয়ে নিয়েছিল যশ ধূলের দল। প্রথমে ব্যাট করে ভারত ২১১ রানে অল আউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে ১৬০ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের ২ স্পিনার নিশান্ত সিন্দু ও মানব সুথারের সামনে একেবারেই মাথা তুলে দাঁড়াতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। সেই ম্যাচে ভারত অধিনায়ক যশ ধূলের ব্য়াট থেকে এসেছিল ৬৬ রানের ইনিংস।
অন্যদিকে পাকিস্তান দলেও প্রচুর তরুণ প্রতিভা রয়েছে। পিএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে অনেকর। যা ফাইনালে তাঁদের কাজে লাগবে। অলরাউন্ডার মহম্মদ ওয়াসিম, অধিনায়ক মহম্মদ হ্যারিস, শাহিবজাদা ফারহান, আর্শাদ ইকবাল প্রত্যেকেরই আন্তর্জাতিক ম্যাচ খেলার যােগ্যতা রয়েছে। আবার ভারত এ দলের অধিনায়ক যশ ধূল সহ রিয়ান পরাগ, অভিষেক শর্মা, সাই সুদর্শন, হাঙ্গারগেকরের মত তরুণদের আইপিএলের মঞ্চে ধারাবাহিকভাবে খেলার অভিজ্ঞতা রয়েছে।
এর আগে ২০১৩ সালে প্রথমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত এ। কিন্তু পরের তিনবার খেতাব ঘরে তুলতে পারেনি তারা। একবার ফাইনালে উঠেও শ্রীলঙ্কার বিরুদ্ধে হারতে হয়েছিল ভারত এ দলকে। সেই নিরিখে এবার সুযোগ রয়েছে অভিষেক শর্মা, সাই সুদর্শনদের সামনে।
টুর্নামেন্টের একমাত্র যশ ধুলরাই এখনও পর্যন্ত অপরাজিত রয়েছেন। তিন ম্যাচেই সংযুক্ত আরব আমিরশাহি 'এ', নেপাল এবং পাকিস্তান 'এ' দলের বিরুদ্ধে রান তাড়া করে ম্যাচ জেতে ভারতীয় দল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)