ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়াকে ২৬ রানে হারিয়ে প্রথম একদিনের ম্যাচে জয়ী ভারত
চেন্নাই: বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়াকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ২৬ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
রবিবার, চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে টসে জিতে প্রথম ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ২৮১ রান তোলে ভারত। কিন্তু, বিরতির সময় প্রবল বৃষ্টি নামায় মাঠ ঢেকে ফেলা হয়। তাতে অনেকটা সময় নষ্ট হয়। বৃষ্টি থামলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়ার পরবর্তিত টার্গেট দাঁড়ায় ২১ ওভারে ১৬৪ রান।
কিন্তু, ভারতীয় স্পিনের জোড়া ফলা কুলদীপ যাদব ও যুযবেন্দ্র চাহলের আক্রমণের সামনে ধসে যায় অসি-ব্রিগেড। দুই স্পিনার ৫ উইকেট তুলে নেন। এছাড়া, হার্দিক পাণ্ড্য নেন ২ উইকেট। জশপ্রীত বুমরাহ ও ভূবনেশ্বর কুমার নেন একটি করে উইকেট।
অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের মধ্যে মাত্র তিনজন দুই অঙ্কের ঘরে পৌঁছন। ওপেনার ডেভিড ওয়ার্নার করেন ২৫, গ্লেন ম্যাক্সওয়েল করেন ৩৯ রান এবং জেমস ফকনার অপরাজিত থাকেন ৩২ রানে। কিন্তু, অধিনায়ক স্টিভ স্মিথ সহ বাকিরা কোনও অবদান রাখতে পারেননি। নিয়মিত ব্যবধানে ভারতীয় বোলাররা উইকেট তুলে নেওয়ায় চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। শেষমেশ ২১ ওভারে ৯ উইকেটে ১৩৭ রানেই আটকে যায় স্মিথ-বাহিনী।
এর আগে, আজ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট। শুরুতেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। দ্রুত ফিরে যান অজিঙ্ক রাহানে (৫), অধিনায়ক বিরাট কোহলি (০) ও মণীশ পাণ্ডে (০)। রোহিত শর্মা (২৮) ও কেদারের জুটির হাত ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল ভারত। কিন্তু হুক করতে গিয়ে সহজ ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত। তিনি অত্যন্ত অবিবেচকের মতো শট খেলেন।
পরে,কেদার যাদবের সঙ্গে ইনিংস পুনর্গঠন করার কাজ শুরু করেন বহু যুদ্ধের ঘোড়া তথা প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। কেদার যাদবের (৪০) পর ইনিংসের হাল ধরেন ধোনি ও হার্দিক। হার্দিক পাণ্ড্য ও মহেন্দ্র সিংহ ধোনির লড়াইয়ের সুবাদে ১১ রানে ৩ উইকেট হারানোর পরেও ঘুরে দাঁড়ায় ভারত। হার্দিক ৬৬ বলে পাঁচটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কার সাহয্যে ৮৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এই জুটিতে যোগ হয় ১১৮ রান। ধোনি করেন ৭৯ রান। হার্দিক ফিরে যাওয়ার পর ধোনির সঙ্গে জুটি গড়েন ভুবনেশ্বর কুমার। তিনি ৩২ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮১ রান করে ভারত।
ব্যাটে বলে সফল হওয়ার জন্য এদিনের ম্যাচের সেরা হন হার্দিক পাণ্ড্য।
ভারতীয় দল- রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, বিরাট কোহলি (অধিনায়ক), মণীশ পাণ্ডে, মহেন্দ্র সিংহ ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও জসপ্রীত বুমরাহ।