রোহিতের পর শতরান রাহুলেরও, শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭ উইকেটে জয় ভারতের
LIVE
Background
লিডস: বিশ্বকাপে গ্রুপ লিগের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং নিল শ্রীলঙ্কা।
Sri Lanka win the toss and elect to bat first.#CWC19 pic.twitter.com/QloPu48Sbn
— BCCI (@BCCI) July 6, 2019
ভারত ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। এই ম্যাচ জিতলে গ্রুপ পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকার সুযোগ থাকছে ভারতের সামনে। তবে দক্ষিণ আফ্রিকাকে যদি অস্ট্রেলিয়া হারিয়ে দেয় তাহলে তারাই শীর্ষে থাকবে।পয়েন্ট তালিকায় প্রথমে থাকলে সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড। দ্বিতীয় স্থানে থাকলে শেষ চারে বিরাট কোহলি ব্রিগেডের প্রতিপক্ষ হবে আয়োজক দেশ ইংল্যান্ড। অন্যদিকে, শ্রীলঙ্কা ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে।
ভারতীয় দলে দুটি পরিবর্তন করা হয়েছে। যুজবেন্দ্র চাহালকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে কুলদীপ যাদবকে। মহম্মদ শামির জায়গায় খেলানো হচ্ছে রবীন্দ্র জাডেজাকে।<
Our Playing XI for today's game. Jadeja and Kuldeep come in in place of Chahal and Shami. pic.twitter.com/MeffE5VKMZ
— BCCI (@BCCI) July 6, 2019
/code>
ভারতীয় দল: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্ত, এমএস ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ
শ্রীলঙ্কা: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেটরক্ষক), আভিস্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলে ম্যাথিউজ, লাহিরু থিরিমামে, ধনঞ্জয় ডি সিলভা, ইসুরু উড়ানা, লাসিথ মালিঙ্গা, কসুন রজিথা, থিসারা পেরেরা
Match 44. Sri Lanka XI: D Karunaratne, MDKJ Perera, WIA Fernando, BKG Mendis, A Mathews, L Thirimanne, D de Silva, NTLC Perera, I Udana, L Malinga, K Rajitha https://t.co/Dej91EJEGj #SLvInd #CWC19
— BCCI (@BCCI) July 6, 2019