Indian Hockey Team: বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ বাকি, সেই লক্ষ্যেই নিজের হকিতে শান দিচ্ছেন হরমনপ্রীত
Harmanpreet Singh: ভারতীয় মহিলা হকি দলের কোচ হরেন্দ্র সিংহই হরমনপ্রীতের কেরিয়ারে সাফল্যের নেপথ্যে রয়েছেন। তাঁর হাতেই হকিতে হাতেখড়ি হয়েছিল হরমনপ্রীতের।
নয়াদিল্লি: ক্যাবিনেটে দুটো অলিম্পিক্স পদক রয়েছে। টোকিওর পর প্যারিসেও হরমনপ্রীত সিংহের নেতৃত্বে ভারতীয় হকি দল ব্রোঞ্জ জিতে নিয়েছে ভারতীয় হকি দল। কিন্তু এখনও পর্যন্ত বিশ্বকাপ জেতা হয়নি। ভারতীয় হকির পোস্টার বয় এখন সেদিকেই লক্ষ্যভেদ করতে চাইছেন। আগামী ২০২৬ সালে হকি বিশ্বকাপ রয়েছে। সেখানে ভাল পারফর্ম করাই হরমনপ্রীতে লক্ষ্য।
এখনও পর্যন্ত হকি বিশ্বকাপে ভারত তিনটি পদক জিতেছে। ১৯৭১ সালে বার্সেলােনা বিশ্বকাপে ব্রোঞ্জ জিতেছিল। ১৯৭৩ বিশ্বকাপে রুপো জিতেছিল তারা। শেষবার ১৯৭৫ সালের বিশ্বকাপে অজিতপাল সিংহের নেতৃত্বে সোনা জিতেছিল ভারতীয় হকি দল বিশ্বকাপে।
পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে হরমনপ্রীত বলেন, ''আমাদের সবসময় লক্ষ্য একটাই অলিম্পিক্সে সোনা জয় ও বিশ্বকাপে পদক জয়। প্যারিসে যেভাবে আমরা খেলেছি, তাতে এটুুকু পরিষ্কার হয়েছে যে বিশ্বের যে কোনও দলের বিরুদ্ধে আমরা লড়াই করার ক্ষমতা রাখি।'' উল্লেখ্য, সিনিয়র পর্যায়ে না হলেও হরমনপ্রীত সিংহ জুনিয়র বিশ্বকাপ জিতেছিলেন ২০১৬ সালে।
ভারতীয় হকি দলের তারকা আরও বলেন, ''আমাদের এই মুহূর্তে প্রাথমিক লক্ষ্য FIH প্রো লিগে খেলা ও এশিয়া কাপ জেতা। সরাসরি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে চাই আমরা। বিশ্বকাপ পদক আমরা দীর্ঘদিন ধরেই জিতিনি। আমি আমার কেরিয়ারে এই একটা পদক জেতার জন্য মুখিয়ে আছি এখন। এই লক্ষ্য পূরণ করতেই হবে আমাকে। আশা করি আমার কেরিয়ারের সময়কালের মধ্যেই ভারতীয় হকির সেই স্বর্ণযুগ আবার ফিরিয়ে আনতে পারব। লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত হাল ছাড়ছি না আমরা।''
ভারতীয় মহিলা হকি দলের কোচ হরেন্দ্র সিংহই হরমনপ্রীতের কেরিয়ারে সাফল্যের নেপথ্যে রয়েছেন। তাঁর হাতেই হকিতে হাতেখড়ি হয়েছিল হরমনপ্রীতের। এই মুহূর্তে দীপিকাদের কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন হরেন্দ্র। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দীপিকার ড্র্যাগ ফ্লিক প্রশংসা কুড়িয়েছে সবার। হরমনপ্রীত বলছেন, ''দীপিকা দারুণ খেলছে। ও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে একাই প্রতি ম্য়াচে দলকে জয় এনে দিয়েছে। দুর্দান্ত ড্র্যাগ ফ্লিকার ও। আমি নিশ্চিত ও হ্যারি স্যারের অধীনে রয়েছে যখন, তখন আরও ভাল খেলবে। আমার কেরিয়ারের শুরুর দিকে হরেন্দ্র স্যারের অবদান কোনওদিন ভুলব না।''
উল্লেখ্য, ভারতের মহিলা হকি দল এশিয়ান চ্য়াম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে এবার। টানা সাত ম্য়াচে জয়। গ্রুপ পর্ব থেকে নক আউটের শেষে ফাইনালেও। খেতাবি লড়াইয়ে চিনকে ১-০ ব্যবধানে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারতীয় হকি দল। রাজগির স্পোর্টস কমপ্লেক্সে এই নিয়ে তৃতীয়বার এই খেতাব ঘরে তুলেছিলেন ভারতের মেয়েরা। দক্ষিণ কোরিয়ার সঙ্গে এই মুহূর্তে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দলও ভারত।