এক্সপ্লোর
Advertisement
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঋদ্ধিমানের বাজি ভারত
কলকাতা: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঋদ্ধিমান সাহার বাজি ভারতই। ভারতের টেস্ট দলের উইকেটরক্ষক নেই সীমিত ওভারের দলে। এতে বিন্দুমাত্র আক্ষেপ নেই ঋদ্ধির। তিনি বলেছেন, আমি চাই আমার দলই চ্যাম্পিয়ন হোক। দল খুবই ভালো খেলছে। ভারতের দলে সেরা অলরাউন্ডাররা রয়েছে। এটাই ফারাক গড়ে দেবে। ভারতই আমার ফেভারিট।
ঋদ্ধি আরও বলেছেন, ভারতের ওপর কোনও চাপই নেই। চাপ নিয়ে খেললে তা ভালো হবে না। চাপ না নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে খেলাটাই ভালো।
আগামী ৪ জুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এই হাইভোল্টেজ ম্যাচ সম্পর্কে ঋদ্ধিমান বলেছেন, প্রতিপক্ষ কে, তা না ভেবেই মাঠে নামতে হবে এবং নিজেদের খেলাটা খেলতে হবে।
ঋদ্ধি বলেছেন, ব্যাটসম্যান ও বোলালরা তাদের কাজটা করতে পারলে ম্যাচ ভারতই জিতবে। সে প্রতিপক্ষ পাকিস্তান, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড-যেই হোক না কেন।
টুর্নামেন্টে অধিনায়ক বিরাট কোহলি ও প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি নিজেদের মেলে ধরবেন বলে আশাবাদী ঋদ্ধি। তিনি বলেছেন, মাঠে ও মাঠের বাইরে সবসময়ই ইতিবাচক কোহলি। ব্যর্থতার কথা ও ভাবনার মধ্যেও আনেন না।
ঋদ্ধি বলেছেন, দলের প্রয়োজন অনুযায়ী খেলেন ধোনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement