এক্সপ্লোর
Advertisement
IND Vs AUS: দেখুন- রানের খরা অব্যাহত, দ্বিতীয় ইনিংসে অদ্ভূতভাবে আউট হলেন স্মিথ
ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে একেবারেই ছন্দে দেখা যাচ্ছে না অস্ট্রেলিয়া ব্যাটিংয়ের মূল ভরসা স্টিভ স্মিথকে। বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে যখন বিপর্যয়ের মুখে দল তাঁর ব্যাটের দিকে তাকিয়েছিল, তখনও ভরসা দিতে পারলেন না স্মিথ। ফের এক অঙ্কের রানেই প্যাভিলয়নে ফিরলেন তিনি।
মেলবোর্ন: ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে একেবারেই ছন্দে দেখা যাচ্ছে না অস্ট্রেলিয়া ব্যাটিংয়ের মূল ভরসা স্টিভ স্মিথকে। বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে যখন বিপর্যয়ের মুখে দল তাঁর ব্যাটের দিকে তাকিয়েছিল, তখনও ভরসা দিতে পারলেন না স্মিথ। ফের এক অঙ্কের রানেই প্যাভিলয়নে ফিরলেন তিনি। প্রথম ইনিংসে কোনও রান না করেই রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে জসপ্রিত বুমরাহর বলে কিছুটা অদ্ভূতভাবে আউট হলেন তিনি। বল লেগ স্ট্যাম্পের বেল ফেল দেওয়ার পরও রান নিতে দৌড়লেন তিনি। ভারতীয় খেলোয়াড়দের উচ্ছ্বাস শুরুর আগে রান নিতে কিছু এগিয়ে যান স্মিথ। কী ঘটছে, তা বুঝতে কিছুটা সময় নেন বুমরাহও।
চলতি সিরিজে এই নিয়ে দুটি টেস্টে নিষ্প্রভই থাকল তাঁর ব্যাট।
অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে অশ্বিনের বলে আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ভারত ৯ উইকেটে ৩৬ রান তোলার পর অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ৯০ রানের। রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১ রানে অপরাজিত ছিলেন তিনি।
মেলবোর্নে রানে ফেরার আশায় ছিলেন স্মিথ। কিন্তু প্রথম ইনিংসে সেই সম্ভাবনায় জল ঢেলে দেন স্মিথ। লেগ স্লিপে ক্যাচ তুলে আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে অজি ব্যাটিং তারকাকে কিছুটা টেনশনে থাকতে দেখা গিয়েছিল। ভারতীয় বোলাররা তাঁর ওপর চাপ তৈরি করেন। কিন্তু যখন তিনি ভাবছেন, কঠিন সময়টা কেটে গিয়েছে, তখনই অদ্ভূতভাবে আউট হলেন তিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement