Rohit Sharma : অনুশীলনে ফেরা শুভমন কতটা ফিট ? পাক মহারণের আগে সুখবর শোনালেন রোহিত
Subhman Gill : মহালয়ায় মহারণের আগে শুভমন '৯৯ শতাংশ ফিট' জানিয়ে রোহিত বুঝিয়ে দিলেন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ওপেনিং জুটি বদলানোর সম্ভাবনাই প্রবল।
আমদাবাদ : পাকিস্তান মহারণের আগে সুখবর শোনালেন রোহিত শর্মা (Rohit Shamra)। ভারতীয় অধিনায়ক জানিয়ে দিলেন, ৯৯ শতাংশ ফিট শুভমন গিল (Subhman Gill)। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ভারতের হয়ে বিশ্বকাপের শুরুর জোড়া ম্যাচে খেলতে পারেননি শুভমন।
অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে না খেললেও খানিক সুস্থ হয়ে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের প্রাক্কালে শুভমনের নেটে অনুশীলনে ফেরা দেখেই আশায় বুক বাঁধছিলেন ভারতীয় সমর্থকরা। বিশ্বকাপের (World Cup 2023) মঞ্চে তাঁর প্রত্যাশিত মাঠে নামা দেখতেই অপেক্ষায় রয়েছেন সকলে। আর মহালয়ায় মহারণের আগে শুভমন '৯৯ শতাংশ ফিট' জানিয়ে রোহিত বুঝিয়ে দিলেন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ওপেনিং জুটি বদলানোর সম্ভাবনাই প্রবল।
শুভমনকে নিয়ে প্রশ্নে ভারতীয় অধিনায়ক জানালেন, '৯৯ শতাংশ খেলার জায়গায় রয়েছে ও।' পাক ম্যাচে তাহলে দলে তিনি ফিরছেন কি না জানতে চাইলে অবশ্য হাসিমুখে রোহিতের জবাব, সেটা তো কালকেই দেখতে পাবেন। এশিয়া কাপ সহ গত বেশ কয়েকটি প্রতিযোগিতায় কার্যত স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমন। আইসিসির বিচারে গত সেপ্টেম্বর মাসের সেরা পুরুষ ক্রিকেটার হিসেবেও নির্বাচিত হয়েছে তিনি। শারীরিক অসুস্থতার জন্য অবশ্য বিশ্বকাপের শুরুতেই ধাক্কা খেতে হয়েছিল তাঁকে।
বিশ্বকাপ শুরুর ঠিক আগে ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন তিনি। ভারতীয় দলের হয়ে এমএ চিদম্বরম স্টেডিয়ামে খেলতে নামা তো দূরে থাক প্লেটলেট অনেকটা কমে যাওয়ার জেরে চেন্নাইয়ে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাঁকে। আফগানিস্তান ম্যাচের জন্য ভারতীয় দলের সঙ্গে নয়াদিল্লি সফরও করতে পারেননি শুভমন। যদিও ১৪ নভেম্বর পাক মহারণের প্রাক্কালে আমদাবাদে পৌঁছে যান শুভমন।
আমদাবাদে পৌঁছনোর পর নেটে অনুশীলনে নামার পর শুভমনের দলে ফেরা নিয়ে তৈরি হতে শুরু করেছিল প্রত্যাশা। এবার পাক মহারণের প্রাক্কালে রোহিতের মন্তব্যে কার্যত স্বস্তির হাওয়া ভারতীয় শিবিরে। এমনিতেই আমদাবাদ শুভমনের চেনা মাঠ। আইপিএলের মঞ্চে গুজরাত টাইটান্সের হয়ে প্রতিযোগিতার সেরা ব্যাটার ছিলেন তিনি। আইপিএলের গুজরাত ফ্র্যাঞ্চাইজির হোম গ্রাউন্ড ছিল আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। আর সেই মাঠেই এবার তাঁর বিশ্বকাপ অভিযান শুরু করার পথে শুভমন গিল।
আরও পড়ুন- হুমকি মেল পেয়েই বাড়ল সতর্কতা, ভারত-পাক ম্যাচ ঘিরে আমদাবাদে কড়া নিরাপত্তা বেষ্টনী