IND vs SA 2nd Test: আজ শুরু দ্বিতীয় টেস্ট, কী বলছে ওয়ান্ডারার্সের আবহাওয়া রিপোর্ট?
IND vs SA 2nd Test: সেঞ্চুরিয়নে ১১৩ রানের বড় ব্যবধানে জয় পয়েছে টিম ইন্ডিয়া। জোহানেসবার্গে জয় পেলেই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাবে টিম ইন্ডিয়া। এমনকী সিরিজও জিতে নেবে তারা।
জোহানেসবার্গ: আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে মুখোমুখি হতে চলেছে ২ দল। সেঞ্চুরিয়নে ১১৩ রানের বড় ব্যবধানে জয় পয়েছে টিম ইন্ডিয়া। জোহানেসবার্গে জয় পেলেই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাবে টিম ইন্ডিয়া। এমনকী সিরিজও জিতে নেবে তারা। কিন্তু ওয়ান্ডারার্সে বিরাট শিবিরের কাছে প্রধান বাধা হতে পারে বৃষ্টি। কারণ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের আবহাওয়া রিপোর্ট তেমনই জানান দিচ্ছে। ম্যাচে তাল কাটতে পারে বৃষ্টি। সোমবার বিকেলের দিকে ঝেড়াে হাওয়া বইতে পারে। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ। শুধু প্রথম দিন নয়, ম্যাচের দ্বিতীয় ও চতুর্থ দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিজের ট্যুইটারে অনুশীলনের কয়েকটি ছবি পোস্ট করলেন বিরাট কোহলি (virat kohli)। সঙ্গে ক্যাপশনে লিখলেন, ''নতুন বছর, একই লক্ষ্য''। চারটে ছবি পোস্ট করেছেন টেস্টে ভারতীয় দলের অধিনায়ক। ওয়ান্ডার্সে নামার আগে কড়া অনুশীলনে ব্যস্ত দেখা গেল বিরাটকে। দ্বিতীয় টেস্টেই নিজে রানে ফিরতে মরিয়া তিনি।
টেস্টে তিনি শেষ সেঞ্চুরি করেছিলেন দু'বছর আগে। ২০১৯ সালের নভেম্বরে। ইডেন গার্ডেন্সে। বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলে নৈশালোকের ম্যাচে। ২০২১ সালটা ভাল যায়নি ব্যাটার বিরাট কোহলির (Virat Kohli)। এমনকী, চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজে সেঞ্চুরিয়নে প্রথম টেস্টেও রান পাননি।
তবে দুঃসময়ে কোহলি পাশে পেলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)। যিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন যে, কোহলির বড় রানে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা। ক্রিজে জমে গেলেই বড় রান করবেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে গুরু দ্রাবিড় বলেন, 'গত ২০ দিন ধরে বিরাট কোহলি অসাধারণ ছন্দে রয়েছে। যেভাবে প্র্যাক্টিস করেছে, ট্রেনিং করেছে, তা এক কথায় অসাধারণ।'
আরও পড়ুন: বড় নামেদের ভাল ব্যবহার প্রাপ্য, বিরাট-বিতর্কে বলছেন মনোজ