Anrich Nortje: কোহলিদের সঙ্গে সিরিজ শুরুর আগে বিরাট ধাক্কা দক্ষিণ আফ্রিকা শিবিরে
India vs South Africa: বিরাট কোহলিদের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। চোটের জন্য ছিটকে গেলেন তারকা ফাস্টবোলার। যা কিছুটা হলেও স্বস্তি দেবে ভারতীয় ব্যাটারদের।
সেঞ্চুরিয়ন: বিরাট কোহলিদের (Virat Kohli) বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা (Ind vs SA)। চোটের জন্য ছিটকে গেলেন তারকা ফাস্টবোলার। যা কিছুটা হলেও স্বস্তি দেবে ভারতীয় ব্যাটারদের।
২৬ অগাস্ট সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের আগে ছিটকে গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন আনরিক নোখিয়া (Anrich Nortje)। মঙ্গলবার একটি বিবৃতি দিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড থেকে জানানো হল যে, পুরনো চোট না সারায় ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না নোখিয়া। শুধু প্রথম টেস্ট নয়, গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন প্রোটিয়া পেসার।
দক্ষিণ আফ্রিকা পেস আক্রমণের অন্যতম প্রধান মুখ নোখিয়া। কাগিসো রাবাডা ও নোখিয়াই ভারতীয় ব্যাটিংয়ে সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলবেন বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা। বিশেষ করে নোখিয়ার গতিতে ভারতীয় ব্যাটাররা সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছিল। নিয়মিতভাবে ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে বল করেন নোখিয়া। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতেও আগুনে গতিতে বল করেছেন। তিনি না খেলায় কিছুটা হলেও সুবিধা হয়ে গেল ভারতের।
সুপার স্পোর্টস পার্কে ভারত-দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) প্রথম টেস্ট ম্যাচ শুরু হতে এখনও ৫ দিন বাকি। ২৬ ডিসেম্বর অর্থাৎ বক্সিং ডে-তে মুখোমুখি হচ্ছে দুই দল। তবে এখন থেকেই জোর চর্চা চলছে ভারতের প্রথম একাদশ নিয়ে। ঘোরাফেরা করছে প্রচুর অঙ্ক। ভারতের সিনিয়র দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের এটাই প্রথম বিদেশ সফর। আর প্রথম সিরিজ শুরুর মুখেই তাঁকে নির্বাচনী অঙ্কের সমাধান খুঁজতে হচ্ছে।
আরও পড়ুন: শ্রেয়স না হনুমা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দল নিয়ে জল্পনা তুঙ্গে
সবচেয়ে বেশি জল্পনা হচ্ছে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও হনুমা বিহারীর (Hanuma Vihari) মধ্যে কাকে খেলানো হবে তা নিয়ে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দুরন্ত অভিষেক ঘটিয়েছেন শ্রেয়স। অভিষেক টেস্টের দুই ইনিংসে তাঁর রান ছিল ১০৫ ও ৬৫। দুই ইনিংসেই তিনি যখন ব্যাট করতে নামেন, টেস্ট ম্যাচ দোদুল্যমান অবস্থায় ছিল। শ্রেয়স যখন আউট হন, ম্যাচের রাশ উঠে গিয়েছিল ভারতের হাতে। দুই ইনিংসেই। এতটাই প্রভাব বিস্তার করেছিলেন মুম্বইয়ের ক্রিকেটার যে, ম্যাচের পর রাহুল দ্রাবিড়কে শুনতে হয়, করুণ নায়ারের মতো সুযোগ না পেয়ে পেয়ে ফুরিয়ে যেতে হবে না তো শ্রেয়সকে! প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৬ ম্যাচে আশির ওপর স্ট্রাইক রেট রেখে রান করে গিয়েছেন শ্রেয়স। তাঁকে বসানোটা সহজ হবে না।