Ind vs SL 1st T20I: টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৮ রানে হারাল ভারত
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৮ রানে হারিয়ে দিল ভারত। অর্ধশতরানের ইনিংস খেললেন সূর্যকুমার যাদব। বল হাতে ৪ উইকেট তুলে নিলেন ভুবনেশ্বর কুমার।
কলম্বো : শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় ভারতের। প্রথম ম্যাচে ৩৮ রানে জয় পেল শিখর ধবন বাহিনী। প্রেমদাসা স্টেডিয়ামে এদিন প্রথমে ব্যাট করে বোর্ডে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলে নেয় ভারত। অর্ধশতরান হাঁকান সূর্যকুমার যাদব। জবাবে ব্যাট করতে নেমে ১২৬ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন সনাকা। টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় পৃথ্বী শ ও বরুণ চক্রবর্তীর। প্রেমদাসা স্টেডিয়ামে টিম হাডলে তাঁদের হাতে ডেবিউ ক্যাপ তুলে দেওয়া হয়।
টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচের প্রথম বলেই প্যাভিলিয়নে ফিরলেন পৃথ্বী শ। দুসমন্ত চামিরার বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পৃথ্বী। প্রথম বলে উইকেট হারালেও ছন্দ ফিরে পায় ভারতীয় দল। শিখর ধবন ও সঞ্জু স্যামসনের পার্টনারশিপে ভর করে এগােতে থাকে ভারত। ২০ বলে ২৭ রান করে আউট হলেন সঞ্জু স্যামসন। ধবন ৪৬ রানে আউট হলেও অর্ধশতরান করেন সূর্য। ভারতও শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান বোর্ডে তুলে নেয়।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। ক্রুণাল পাণ্ড্যর বলে ১০ রান করে আউট হন মিনোদ ভানুকা। এরপর পরপর ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। প্রথমে চাহালের বলে ও পরে ভুবির বলে উইকেট পড়ে। শ্রীলঙ্কা ৮ ওভার শেষে ৫০ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি লঙ্কা বাহিনী। শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে ১২৬ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। ম্যাচেও জয় ছিনিয়ে নেয় ভারত। ভারতীয় বোলারদের মধ্যে ৪ উইকেট নেন ভুবনেশ্বর কুমার। চলতি বছরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এই সিরিজই পাখির চোখ ভারতীয় দলের। টিম কম্বিনেশন সাজানো থেকে শুরু করে সবকিছুই ঝালিয়ে নেওয়ার পালা। অন্যদিকে কোচ রাহুল দ্রাবিড়ের সামনে জাতীয় দলের কোচ হিসেবে দ্বিতীয় সিরিজ জয়ের হাতছানি।