India vs West Indies 4th T20 : সিরিজে সমতা ফেরানোর লড়াই হার্দিকদের, কোথায়, কখন দেখবেন ভারত-ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি ২০
এই ম্যাচেে জিতে আপাতত ২-২ করাই লক্ষ্য ভারতের। প্রসঙ্গত, রবিবারই সিরিজের শেষ ম্যাচ। সেটাও ফ্লোরিডার মাঠেই।
ফ্লোরিডা : জোড়া ধাক্কার পর ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। এবার লড়াই সমতা ফেরানোর। ৫ ম্যাচের টি সিরিজে আপাতত ১-২ ব্যবধানে পিছিয়ে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) নেতৃত্বাধীন ভারতীয় দল। শুরুতেই জোড়া টি ২০ ম্যাচে হারলেও শেষ তথা সিরিজের তৃতীয় খেলাতে ৭ উইকেটে জিতেছে ভারতীয় দল। এই ম্যাচেে জিতে আপাতত ২-২ করাই লক্ষ্য ভারতের।
প্রসঙ্গত, রবিবারই সিরিজের শেষ ম্যাচ। সেটাও ফ্লোরিডার মাঠেই। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে খেলার পরে শেষ দুটি ম্যাচ হচ্ছে মার্কিন মুলুকে। তুলনামূলক ব্যাটিং সহায়ক পিচই অপেক্ষা করছে দুই দলের জন্য। ভারতীয় ক্রিকেটারদের কাছে যে মাঠে খেলার অভিজ্ঞতা কার্যত নেই। উল্টোদিকে, কিছু ক্যারিবিয়ান ক্রিকেটার ইতিমধ্যে বেশ কিছু ম্যাচে খেলেছেন। ফ্লোরিডার মাঠে বেশ ভাল ট্র্যাক রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জনসন চার্লসের।
সমতা ফেরানোর লড়াইয়ে কীরকম হতে পারে ভারতের প্রথম একাদশ- হার্দিক পাণ্ড্য (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক), অক্ষর প্যাটেল, কুলদীপ সিংহ, অর্শদীপ সিংহ, যুযবেন্দ্র চাহাল, মুকেশ কুমার।
শুবমানের ব্যাটে সেভাবে রান নেই গত কিছু ম্যাচে। তাই তাঁর ফর্মের দিকে নজর থাকবে। পাশাপাশি ভারতের অপর ওপেনার যশস্বী জয়সওয়াল ও সূর্যকুমার ও তিলকের ব্যাটের দিকে বড় রান তোলার ক্ষেত্রে তাকিয়ে থাকবে ভারতীয় দল।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ- চতুর্থ টি ২০ ম্যাচ
কোথায় খেলা- সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিডিওনাল স্টেডিয়াম, ফ্লোরিডা
ম্যাচ শুরু- রাত ৮ টা থেকে
সরাসরি দেখা যাবে - জিও সিনেমা ও ডিডি স্পোর্টসে
View this post on Instagram
আরও পড়ুন- মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, ডার্বির সমস্ত আপডেট
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন