এক্সপ্লোর
Advertisement
১৯০ রানে চূর্ণ নিউজিল্যান্ড, দেশবাসীকে দীপাবলির উপহার টিম ইন্ডিয়ার
বিশাখাপত্তনম: টেস্ট সিরিজের পর একদিনের সিরিজেও নিউজিল্যান্ডকে হারিয়ে দিল ভারত। বিশাখাপত্তনমে আজ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ১৯০ রানে বিশাল জয় পেল মহেন্দ্র সিংহ ধোনির দল। ভারতের ২৬৯ রানের জবাবে মাত্র ৭৯ রানে অলআউট হয়ে গেল কিউয়িরা। ব্যাট হাতে রোহিত শর্মা, বিরাট কোহলিদের দাপটের পর বল হাতে নজর কাড়লেন অমিত মিশ্র। ম্যাচ ও সিরিজ জিতে দেশবাসীকে দীপাবলির উপহার দিল টিম ইন্ডিয়া।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। রোহিত শর্মা (৭০) ও অজিঙ্ক রাহানে (২০) ইনিংসের সূচনাটা ভালভাবেই করেন। রাহানে ফিরে যাওয়ার পর রোহিতের সঙ্গে যোগ দেন বিরাট কোহলি (৬৫)। চার নম্বরে নেমে ধোনিও (৪১) ভাল ব্যাটিং করেন। শেষদিকে কেদার যাদব (৩৯ অপরাজিত) এবং অক্ষর পটেলও (২৪) দ্রুত রান তোলেন। এরই ফলে ভারত লড়াই করার মতো স্কোর করে।
রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কিউয়িরা। চতুর্থ বলেই মার্টিন গাপটিলকে (০) ফিরিয়ে দেন উমেশ যাদব। এই ধাক্কা আর সামাল দিতে পারেনি নিউজিল্যান্ড। গোটা ইনিংসে মাত্র তিন ব্যাটসম্যান দু অঙ্কের রান করেছেন। সর্বোচ্চ স্কোর অধিনায়ক কেন উইলিয়ামসনের ২৭। টম লাথাম ও রস টেলর ১৯ রান করেন। পাঁচ ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন।
ভারতের বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স অমিত মিশ্রর। এই লেগস্পিনার মাত্র ১৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। অক্ষর দুটি এবং উমেশ, যশপ্রীত বুমরাহ ও জয়ন্ত যাদব একটি করে উইকেট নিয়েছেন। এদিনের জয়ের নায়ক অমিত ম্যান অফ দ্য ম্যাচ এবং সিরিজের সেরা হয়েছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement