এক্সপ্লোর
কাশ্মীরে শান্তি ফেরানোর লক্ষ্যে ম্যাচ আয়োজনের পরিকল্পনা দৃষ্টিহীন ক্রিকেটারদের সংগঠনের

বেঙ্গালুরু: জম্মু-কাশ্মীরে শান্তি ও ঐক্য ফেরানোর লক্ষ্যে একটি ক্রিকেট ম্যাচ আয়োজন করতে চাইছে ভারতের দৃষ্টিহীন ক্রিকেটারদের সংস্থা। আগামী বছরের জানুয়ারিতে ভারতে দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপ হতে চলেছে। তার আগে নভেম্বরে কাশ্মীরে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজনের ভাবনার কথা জানিয়েছেন দৃষ্টিহীন ক্রিকেটারদের সংস্থার সভাপতি মহন্তেশ জি কে। তিনি বলেছেন, ‘আমরা সরকারকে এই প্রস্তাব বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি। জম্মু-কাশ্মীর সরকারের স্পোর্টস কাউন্সিলের মাধ্যমে সুবিধাজনক জায়গায় এই ম্যাচ আয়োজন করতে চাই আমরা।’
মহন্তেশের দাবি, এই ম্যাচের মাধ্যমে কাশ্মীরের যুবকদের মনোবল বাড়ানো যাবে। এছাড়া দৃষ্টিহীন ক্রিকেটাররা সেনাবাহিনী ও কাশ্মীরের মানুষের সঙ্গে একাত্মতা বাড়াতে পারবেন। সরকার, সেনাবাহিনী, জনপ্রতিনিধি এবং কাশ্মীরের যুবকদের সঙ্গে নিয়েই তাঁরা এই ম্যাচ আয়োজন করতে চান।
ভারতের দৃষ্টিহীন ক্রিকেট দল টি-২০ এশিয়া কাপ সহ বিভিন্ন টুর্নামেন্ট জিতেছে। আগামী বছরের বিশ্বকাপ আয়োজনের জন্য সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য চেয়েছেন মহন্তেশ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি
Advertisement
