MS Dhoni Birthday: বিয়াল্লিশ পূর্ণ, জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবন্যায় ভাসলেন ক্যাপ্টেন কুল
MS Dhoni: ১৯৮১ সালের ৭ জুলাই রাঁচিতে জন্ম ধোনির। বাবা পান সিংহ। মা দেবকী দেবী। দিদি জয়ন্তী গুপ্ত। ভাই নরেন্দ্র সিংহ ধোনি।
রাঁচি: ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক। ২ টো বিশ্বকাপ ট্রফি, একটি চ্যাম্পিয়ন্স ট্রফি, পাঁচবারের আইপিএলে খেতাব জয়ী অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানিয়েছেন তিন বছরের ওপর হয়ে গেল। কিন্তু তবুও জনপ্রিয়তায় এখনও ভাঁটা পড়েনি। আজ বিয়াল্লিশ বছর পূর্ণ করলেন মহেন্দ্র সিংহ ধোনি। গোটা দেশজুড়ে অগনিত মাহিভক্তরা তাঁদের প্রিয় নায়কের জন্মদিন উদযাপন করছেন। প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে বিসিসিআই ও চেন্নাই সুপার কিংসের তরফেও শুভেচ্ছা জানানো হয়েছে ধোনিকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে।
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
বিশ্বক্রিকেটের একমাত্র অধিনায়ক, যাঁর দখলে আইসিসি পরিচালিত তিনটি সীমিত ওভারের টুর্নামেন্টেরই ট্রফি রয়েছে। ওয়ান ডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। পাশাপাশি তাঁর নেতৃত্বে টেস্টে বিশ্বের এক নম্বর দল হয়েছিল ভারত। তবে এত খ্যাতি সত্ত্বেও ধোনি বরাবর নিজেকে আড়ালে রাখতেই পছন্দ করেন।
View this post on Instagram
View this post on Instagram
ট্যুইটারে ৮৬ লক্ষ ফলোয়ার। অথচ ধোনি শেষ ট্যুইট করেছেন ২০২১ সালে। ইনস্টাগ্রামে ফলোয়ার ৪ কোটি ৩৮ লক্ষ। কিন্তু সচরাচর পোস্ট করেন না। গত ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রামে শেষ একটি ভিডিও পোস্ট করেছেন।
২০১০ সালে সাক্ষী সিংহ রাওয়াতের সঙ্গে বিয়ে হয় ধোনির। ২০১৫ সালে কন্যাসন্তান জীভার জন্ম। জীভা ও সাক্ষীকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় তুমুল আগ্রহ। তবে ধোনি খেলা না থাকলে খুব একটা প্রকাশ্যে আসেন না।
২০১৬ সালে ধোনির জীবন নিয়ে তৈরি হয় বায়োপিক, এমএস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি। যেখানে ধোনির ভূমিকায় ছিলেন সুশান্ত সিংহ রাজপুত।