Indian Football Team: ভিয়েতনাম সফরের জন্য নির্বাচিত ভারতীয় দলে বাংলা থেকে সুযোগ পেলেন না কোনও ফুটবলার
Igor Stimac: ভিয়েতনামে দু’টি প্রদর্শনী ম্যাচ খেলার কথা ভারতের। তার জন্যই শুক্রবার দল ঘোষণা করেছেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ।
কলকাতা: জাতীয় ফুটবল দলে (Indian Football Team) একটা সময় ছিল বাঙালিদের রমরমা। কিন্তু ভিয়েতনাম সফরের জন্য নির্বাচিত ভারতীয় দলে সুযোগ পেলেন না বাংলার কোনও ফুটবলার!
ভিয়েতনামে দু’টি প্রদর্শনী ম্যাচ খেলার কথা ভারতের। তার জন্যই শুক্রবার দল ঘোষণা করলেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ। ২৪ সদস্যের প্রাথমিক দল বেছে নিয়েছেন তিনি। যে দল আগামী ২০ সেপ্টেম্বর ভিয়েতনামের উদ্দেশে রওনা দেবে। তবে সেই দলে সুযোগ মেলেনি বাংলার কারও। প্রীতম কোটাল, শুভাশিস বসুরা এই দলে সুযোগ পাননি। রহিম আলি চোটের কারণে বাদ পড়েছেন।
আগামী ২৪ এবং ২৭ নভেম্বর সিঙ্গাপুর এবং ভিয়েতনামের বিরুদ্ধে ভারতের দু’টি ম্যাচ খেলার কথা রয়েছে। ফিফার নির্বাসনের কারণে এক সময় ভিয়েতনাম সফর নিয়ে আশঙ্কা দেখা দিয়েছিল। সফর বাতিল হতে বসেছিল। তবে নির্বাসন উঠে যাওয়ায় সেই সফরে আর সমস্যা নেই। শুক্রবার সেই সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল।
কাকতালীয় হলেও, প্রাক্তন বাঙালি ফুটবলার কল্যাণ চৌবে ফেডারেশনের (AIFF) প্রেসিডেন্ট হওয়ারই পরেই স্টিমাচের দলে জায়গা হল না কোনও বাঙালি ফুটবলারের। ত্রিদেশীয় এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে হুং থিন ফ্রেন্ডলি ফুটবল প্রতিযোগিতা। অংশগ্রহণকারী হিসাবে ন্যূনতম ১০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭ লক্ষ ৯৭ হাজার টাকা) পাবে ভারত। চ্যাম্পিয়নদের জন্য পুরস্কার মূল্য ৩০ হাজার ডলার। রানার্স দল পাবে ২০ হাজার ডলার।
View this post on Instagram
দল ঘোষণার পর জাতীয় দলের কোচ স্টিমাচ বলেছেন, ‘এই পরিস্থিতিতে আমরা কোথায় দাঁড়িয়ে, সেটা দেখে নেওয়ার একটা বড় সুযোগ পাওয়া গিয়েছে। এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের পর একটা উত্তেজক সফরের দিকে তাকিয়ে রয়েছি।’
নির্বাচিত ভারতীয় দল: গুরপ্রীত সিংহ সান্ধু, ধীরজ সিংহ, অমরিন্দর সিংহ, সন্দেশ ঝিঙ্গান, রোশন সিংহ, আনোয়ার আলি, আকাশ মিশ্র, চিংলেসানা সিংহ, হরমনজ্যোৎ সিংহ খাবরা, নরেন্দ্র গেহলৌত, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, দীপক টাংরি, উদান্তা সিংহ, অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফার্নান্ডেজ, ইয়াসির মহম্মদ, জিকসন সিংহ, সাহাল সামাদ, রাহুল প্রবীণ, লালিয়ানজুয়ালা ছাংতে, বিক্রমপ্রতাপ সিংহ, সুনীল ছেত্রী এবং ঈশান পন্ডিতা।