Indian Hockey Team: ওয়েলশ ম্যাচ জয়ের পরেই ভারতীয় দলকে সতর্ক করলেন কোচ রিড, কিন্তু কেন?
FIH Men's Hockey World Cup: শীর্ষস্থান হাতছাড়ায় করায় সরাসরি কোয়ার্টার ফাইনালেও পৌঁছনোর টিকিটও হাতছাড়া করেছে টিম ইন্ডিয়া। এই প্রথমবার ক্রসওভার ম্যাচে মাঠে নামবেন ভারত।
ভুবনেশ্বর: ওয়েলশের বিরুদ্ধে ৪-২ জিতলেও নিজেদের গ্রুপ 'ডি'-তে দ্বিতীয় স্থানেই শেষ করেছে ভারতীয় হকি দল (Indian Hockey Team)। গোলপার্থক্যে এগিয়ে থাকায় ইংল্যান্ড শীর্ষস্থান দখল করে। শীর্ষস্থান হাতছাড়ায় করায় সরাসরি কোয়ার্টার ফাইনালেও পৌঁছনোর টিকিটও হাতছাড়া করেছে টিম ইন্ডিয়া। ক্রসওভারে নিউজিল্যান্ডকে হারাতে পারলে তবেই শেষ আটের টিকিট পাকা করবে ভারত। ওয়েলশকে হারিয়ে নিজের দলকে সেই ম্যাচের জন্য আগাম সতর্কবার্তা দিয়ে রাখলেন ভারতীয় কোচ গ্রাহাম রিড (Graham Reid)।
রিডের সতর্কবার্তা
ভারতীয় কোচ ওয়েলশ ম্যাচের পরে বলেন, 'আমরা আজকের ম্যাচটায় বেশ ভালই খেলেছি। জানতাম (শীর্ষস্থান দখল করতে হলে) ওয়েলশকে বড় ব্যবধানে হবে। তবে আমি আমার দলের খেলোয়াড়দের স্কোরলাইনের বিষয়ে বেশি ভাবনাচিন্তা না করে ম্যাচটা উপভোগ করার জন্য বলেছিলাম। আমাদের সামনের পথটা বেশ কঠিন, কারণ এরপর আমরা ক্রসওভার ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হব। এই মাঠেই প্রো লিগে ওরা আমাদের বিরুদ্ধে ভাল খেলেছিল। ওয়েলশের মতোই দারুণ উদ্যম নিয়ে মাঠে নেমেছিল।' ভারতের অজি কোচ জানান দলের তারকা হার্দিক সিংহও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
২২ জানুয়ারি, রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রসওভার ম্যাচে কলিঙ্গা স্টেডিয়ামে মাঠে নামবেন হরমনপ্রীত সিংহরা। এই প্রথমবার ক্রসওভার ম্যাচে মাঠে নামবে ভারতীয় দল। চার বছর আগের বিশ্বকাপে ভারতীয় দল কিন্তু শীর্ষে থেকেই গ্রুপপর্ব শেষ করেছিল। প্রসঙ্গত, দ্বিতীয় স্থানে শেষ করায় ভারতীয় দলকে ক্রসওভার ম্যাচে খেলতে হবে, সেই কারণেই ওয়েলশকে হারিয়েও সন্তুষ্ট নন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত।
সন্তুষ্ট নন হরমনপ্রীত
প্রথম দুই ম্যাচে ভারতীয় রক্ষণ দুর্দান্ত পারফর্ম করেছিল। তবে হরমনপ্রীত মেনে নিচ্ছেন যে ওয়েলশের বিরুদ্ধে দলের রক্ষণে কিছুটা হলেও খামতি ছিল এবং প্রতিপক্ষরা সেই সুযোগেই জোড়া গোল করে ম্যাচ ফিরে আসে। তিনি বলেন, 'আমরা এর থেকে আরও ভাল খেলতে পারি। এই ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারিনি। কোচের সঙ্গে আমি সহমত। আমাদের ম্যাচ চলাকালীন আরও বেশি করে মনসংযোগ করা উচিত। ধৈর্য ধরে নিজেদের স্বাভাবিক খেলাটা চালিয়ে যেতে পারলে গোল আসবেই। গোল করাটাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা ম্যাচে ওদের বেশ কয়েকটি গোল করার সুযোগ দিয়েছি এবং সেই সুযোগগুলিকে ওরা কাজেও লাগিয়েছে। পরের ম্যাচে এই ভুল যাতে না হয়, সেইদিকে আমাদের খেয়াল রাখতে হবে।'
আরও পড়ুন: