BCCI: বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ করে সোনাজয় দৃষ্টিহীন ভারতীয় মহিলা ক্রিকেট দলের
IBSA World Games: লক্ষ্যমাত্রা এসে দাঁড়ায় ৪২ রান। ৯ ওভার হাতে সময় ছিল ভারতের কাছে। কিন্তু মাত্র ৩.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।
এজবাস্টন: ইতিহাস গড়ল ভারতীয় মহিলা দৃষ্টিহীন ক্রিকেট দল। আইবিএসএ ওয়ার্ল্ড গেমসে সোনা জয় ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ উইকেট জয় ছিনিয়ে নিল তারা। প্রথমবার এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল। এজবাস্টনে হওয়া এই টুর্নামেন্টের ফাইনালে শেষ পর্যন্ত অজিদের হারিয়ে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। গত শনিবার এজবাস্টনে প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৪ রান তুলেছিল অস্ট্রেলিয়া। টস জিতে অজি ক্যাপ্টেন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও দল কোনও কাজে লাগাতে পারেনি সেই সিদ্ধান্ত। প্রথম উইকেট তারা হারায় ১৯ রানের মাথায়। এরপর ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া দৃষ্টিহীন ক্রিকেট দল। মিডল অর্ডারে যদিও অজিদের কিছুটা লড়াইয়ে ফেরান লুইস এবং ওয়েবেক। ২ জনে মিলে ৫৫ রান যোগ করেন। ২৮ বলে ২৯ রান করে লুইস আউট হন। ৩০ রানে অপরাজিত থাকেন ওয়েবেক। এদিন অস্ট্রেলিয়ার পাঁচজন ব্যাটার রান আউট হন। ভারতীয় বোলারদের মধ্য়ে দীপিকা টিসি ৩ ওভারে ১১ রান দিয়ে ১ উইকেট নেন। ডেভিস ও ও টুডু ১টি করে উইকেট পান।
ভারতীয় দল ব্যাটিংয়ে নামার আগেই বৃষ্টি নামে। ফলে বৃষ্টি থামার পর যখন খেলা শুরু হয়, তখন লক্ষ্যমাত্রা এসে দাঁড়ায় ৪২ রান। ৯ ওভার হাতে সময় ছিল ভারতের কাছে। কিন্তু মাত্র ৩.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ৭ বলে ১১ রান করেন নীলাপ্পা। ১১ বলে ১৮ রানে অপরাজিত থাকেন দীপিকা।
বিরাটের সঙ্গে তুলনা বাবরের
বিরাট কোহলি ও বাবর আজম। কে সেরা, কে কাকে টেক্কা দিচ্ছেন এই নিয়ে বিস্তর তর্ক-বিতর্ক চলবেই। বয়স ও অভিজ্ঞতায় বাবর অনেকটাই পিছিয়ে বিরাটের তুলনায়। তাই পাকিস্তান অধিনায়ক নিজে কখনও বিরাটের সঙ্গে তুলনা পছন্দে করেন না। তবে প্রাক্তন অজি তারকা ও কোচ টম মুডি বাবরের মধ্যে বিরাটের ছায়া দেখতে পাচ্ছেন। বিশেষ করে ৫০ ওভারের ফর্ম্য়াটে ২ জনেই সমকক্ষের প্লেয়ার বলে মনে করেন মুডি। এক সাক্ষাৎকারে প্রাক্তন অজি তারকা বলেন, ''আমি এটা অবশ্যই বলব যে বাবরের মধ্যে আমি বিরাটের ছায়া দেখতে পাই। ও যেমন শট খেলে। যেভাবে ব্য়াটিং করে তা পুরোটাই বিরাটের মত। পাকিস্তান দলের ব্যাটিং ডিপার্টমেন্টকে বাবর নেতৃত্ব দিচ্ছে, ঠিক যেভাবে গত এক দশকের ওপর বিরাট ভারতীয় দলের ব্যাটিং বিভাগকে দিয়ে এসেছে। এশিয়া কাপেও ২ জনেই একে অপরকে টেক্কা দেওয়ার ও চাপে রাখার চেষ্টা করবে, এমনটাই মনে হয় আমার। এই দুজনকে ব্যাটিং করতে দেখাটা সত্যিই দারুণ অভিজ্ঞতা।''