এক্সপ্লোর
বাবার মৃত্যুর পর দেশে ফিরেছিলেন, ফের সিএসকে দলে যোগ দিলেন লুঙ্গি এনগিডি

পুণে: এ মাসের শুরুতেই বাবার মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার লুঙ্গি এনগিডি। তিনি এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত একটি ম্যাচেও খেলেননি। তবে আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগেই চেন্নাই সুপার কিংস দলে যোগ দিলেন এই পেসার। তিনি আজ খেলবেন কি না, সেটা অবশ্য এখনও জানা যায়নি। এবারের আইপিএল-এর নিলামে ৫০ লক্ষ টাকা দিয়ে লুঙ্গিকে দলে নেয় চেন্নাই। তিনি দেশে ফিরে যাওয়ার সময় অভিযোগ করেন, একটি বিমানবন্দরে তাঁর জামা-প্যান্ট খুলে তল্লাশি করা হয়। যদিও কোন বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে, সেটা বলেননি এই ক্রিকেটার। সেই বিতর্ক ও পারিবারিক বিপর্যয় কাটিয়ে ফের মাঠে ফিরতে তৈরি তিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















