এক্সপ্লোর
Advertisement
আইপিএল ২০১৯ :সৌরভ গঙ্গোপাধ্যায়কে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করল দিল্লি ক্যাপিটলস
নয়াদিল্লি: আগামী আইপিএলে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করল দিল্লি ক্যাপিটলস। নতুন ভূমিকায় সৌরভ দিল্লি ক্যাপিটলসের হেড কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন। এ ব্যাপারে সৌরভ বলেছেন, এভাবে দিল্লি ক্যাপিটলস দলের সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। তিনি বলেছেন, দলের খোলায়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন।
দিল্লি ক্যাপিটলস একবারও আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারেনি।
দলের চেয়ারম্যান পার্থ জিন্দাল বলেছেন, বিশ্বক্রিকেটে সৌরভ অন্যতম ক্ষুরধার মস্তিষ্কের অধিকারী। ভারতীয় ক্রিকেটে এখন অনেক কিছু দেখা যাচ্ছে, যার সূচনা হয়েছিল সৌরভের জন্য। দিল্লি দলে তাঁর আগ্রাসী মানসিকতা, ইতিবাচক দিক ও মাটি কামড়ে লড়াইয়ের মনোভাব আমরা নিয়ে আসতে চাই। আইপিএলের দল হিসেবে দিল্লি ক্যাপিটলসকে সৌরভ বেছে নেওয়ায় আমরা সম্মানিত। সৌরভের পরামর্শ, পথপ্রদর্শন ও পরামর্শের আমাদের দল উপকৃত হবে, এতে আমার কোনও সন্দেহ নেই। আগামী ২৪ মার্চ শ্রেয়াস আয়ারের নেতৃত্বাধীন দল ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে।BREAKING: Tigers, say hello to our Royal Bengal Tiger! We're delighted to welcome @SGanguly99 to Delhi Capitals, in the role of an Advisor. #ThisIsNewDelhi #DelhiCapitals pic.twitter.com/TUt0Aom5MR
— Delhi Capitals (@DelhiCapitals) March 14, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
খবর
Advertisement