‘পরিস্থিতি অনুযায়ী খেলি’, দিল্লি জয়ের পর বললেন সানরাইজার্সের নবি
দিল্লির বিরুদ্ধে ব্যাটে ৯ বলে ১৭ রানের ইনিংস আর বল হাতে ২১ রান দিয়ে ২ উইকেট, নবির এই পারফরম্যান্সের উপর ভর করেই ৫ উইকেটে জয় পেয়েছে হায়দরাবাদ। দলকে জিতিয়ে আফগান তারকা বলছেন, “আলাদা কিছু করিনি। নিজের স্বাভাবিক ক্রিকেট খেলেছি। যেহেতু পরিস্থিতি আলাদা ছিল আমি কেবল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম।”

নয়াদিল্লি: নাম মহম্মদ নবি। বয়স ৩৪। ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি অফ ব্রেকার। ক্রিকেট বিশ্ব তাঁকে ফিঙ্গার স্পিনারও বলে। আফগানিস্তানের এই তারকা অলরাউন্ডারই এবার শোরগোল ফেলে দিয়েছেন তাঁর পারফরম্যান্সে। এমনতি হায়দরাবাদের রিস্ট স্পিনার রশিদকে নিয়েই বেশি মাতামাতি হয়। তবে বেঙ্গালুরু ও দিল্লি জয়ের পর নবিই হয়ে উঠেছেন ভুবিদের ‘কি প্লেয়ার’।
দিল্লির বিরুদ্ধে ব্যাটে ৯ বলে ১৭ রানের ইনিংস আর বল হাতে ২১ রান দিয়ে ২ উইকেট, নবির এই পারফরম্যান্সের উপর ভর করেই ৫ উইকেটে জয় পেয়েছে হায়দরাবাদ। দলকে জিতিয়ে আফগান তারকা বলছেন, “আলাদা কিছু করিনি। নিজের স্বাভাবিক ক্রিকেট খেলেছি। যেহেতু পরিস্থিতি আলাদা ছিল আমি কেবল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম।”
দলে থাকলেও সুযোগ পাওয়াই কঠিন ছিল নবির। তবে কেন উইলিয়ামসন চোটের কারণে ছিটকে জেতেই সুযোগ হয় তাঁর। আর সুযোগ পেয়েই অভিজ্ঞতা কাজে লাগালেন আফগান তারকা। অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ খেলার অভিজ্ঞতা যে আইপিএল-এও সাহায্য করছে, তা নিজ মুখেই স্বীকার করে নিয়েছেন সানরাইজার্স তারকা। তাঁর কথায়, “অস্ট্রেলিয়ায় ভাল খেলেছি বলেই আমাদের দলে নেওয়া হয়েছে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে খেলাটাই আসল। অস্ট্রেলিয়ায় বেশিরভাগ সময় বাউন্সি উইকেটে খেলতে হয়েছে। এখানে পরিস্থিতি একেবারে আলাদা। উইকেটে টার্ন আছে। সে কারণেই নিজের লাইনে স্থির থাকি এবং ডট বলের উপর ফোকাস করি।”






















