এক্সপ্লোর
রিয়ানের সঙ্গে ব্যাট করলেন, ১৬ বছর আগে তাঁর বাবার বিরুদ্ধে খেলেছিলেন উত্থাপ্পা
১৬ বছর আগে বাবার বিরুদ্ধে খেলেছিলেন, এবার ছেলে রিয়ান পরাগের সঙ্গে ব্যাট করলেন রবিন উত্থাপ্পা

নয়াদিল্লি: এবারের আইপিএলের ৩০ তম ম্যাচে খেলতে নেমে ইতিহাসের পাতায় নাম উঠল রাজস্থান রয়্যালসের রবিন উত্থাপ্পার। আইপিএলে খেলেন এমন কিছু ক্রিকেটার রয়েছেন যাঁরা পুরো একটা প্রজন্মকে দেখেছেন। তাঁদের মধ্যে রয়েছেন উত্থাপ্পাও। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রিয়ান পরাগের সঙ্গে ব্যাট করতে নেমে অনন্য একটা নজির গড়লেন তিনি। ১৬ বছর আগে রিয়ান পরাগের বাবার বিরুদ্ধে খেলেছিলেন উত্থাপ্পা। এবার অবশ্য রিয়ান পরাগের বিরুদ্ধে নয়, তাঁর সঙ্গে ব্যাট করতে নামলেন উত্থাপ্পা। ১৬ বছর আগে রিয়ান পরাগের বাবা পরাগ দাসের বিরুদ্ধে খেলেছিলেন উত্থাপ্পা। তখন উত্থাপ্পা ছিলেন কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে। অন্যদিকে রিয়ানের বাবা পরাগ দাস ছিলেন অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের দলে। সঞ্জু স্যামসন আউট হওয়ায় চতুর্থ উইকেট হারায় রাজস্থান। এরপর ব্যাট করতে আসেন রিয়ান। তখন ক্রিজে ছিলেন উত্থাপ্পা। পঞ্চম উইকেটে তাঁদের মধ্যে ১৩ রানের পার্টনারশিপ হয়। পরাগ মাত্র এক রানই করেন। গত ম্যাচে রাহুল তেওয়াটিয়ার সঙ্গে জুটি বেঁধে দলকে জয় এনে দিয়েছিলেন রিয়ান। কিন্তু দিল্লির বিরুদ্ধে ম্যাচে রান আউট হয়ে যান তিনি। উত্থাপ্পা ৩২ রান করে আউট হন। দিল্লি ম্যাচ ১৩ রানে জেতে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















