এক্সপ্লোর
Advertisement
আইপিএলে প্রথম ৫৫০০ রান, ইতিহাস গড়ে বিধ্বংসী মেজাজে ফর্মে ফিরলেন বিরাট
এবারের আইপিএলের রানের খরা চলছিল বিরাটের ব্যাটে। আগের তিনটি ম্য়াচে তাঁর সংগ্রহ ছিল মাত্র ৩, ১ ও ১৪। প্রবল চাপের মুখে খোলস ছেড়ে বেরিয়ে সকালের সূর্যের মতো ঝলমলে ইনিংস উপহার দিলেন।
দুবাই: আইপিএলে রেকর্ড তৈরি করে হারানো ফর্ম ফিরে পেলেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) অধিনায়ক শনিবার রাজস্থান রয়্যালসের (আরআর) বিরুদ্ধে ৪১ বলে অর্ধশতরান পূরণের পথে ইতিহাস সৃষ্টি করলেন। আইপিএলে ৫৫০০ রান তোলা প্রথম ক্রিকেটার হলেন তিনি। মরু শহরে আজ শেষ পর্যন্ত ৫৩ বলে ৭২ রানে অপরাজিত থেকে বিধ্বংসী ব্যাটিংয়ের চেহারা দেখালেন তিনি। আবু ধাবিতে এবারের আইপিএলে নিজের প্রথম ৫০ করলেন আজ। আজ ছিল আইপিএলের ১৫ তম ম্যাচ। সাতটি চার, ২টি ছক্কার সুবাদে বিরাটের ইনিংসের জোরে রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারাল আরসিবি।
এযাবত্ আইপিএলে বিরাটের ১৮১টি ম্যাচে সংগ্রহ ৫৫০২ রান। গড় ৩৭.৬৮। স্ট্রাইক রেট ১৩১.৮।
এবারের আইপিএলের রানের খরা চলছিল বিরাটের ব্যাটে। আগের তিনটি ম্য়াচে তাঁর সংগ্রহ ছিল মাত্র ৩, ১ ও ১৪। প্রবল চাপের মুখে খোলস ছেড়ে বেরিয়ে সকালের সূর্যের মতো ঝলমলে ইনিংস উপহার দিলেন। সমালোচকদের জবাব দিল তাঁর ব্য়াট। তিন নম্বরে নামা বিরাট আজ শুরুতে জোফরা আর্চারের বেশ কয়েকটি বাইরের বল ছেড়ে দেন। ওপ্রান্তে দেবদূত পাড়িক্কালের ব্যাটিং ঝড়ের মধ্যে ক্রমশঃ উইকেটে থিতু হন বিরাট। তারপর শুরু হয় চোখ ঝলসানো ব্যাটিং। অ্যারন ফিঞ্চ দ্রুত প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর বিরাট আর দেবদূত ৯৯ রান তোলেন। পরে এবি ডিভিলিয়ার্সকে সঙ্গী করে এগতে থাকেন। ৫ বল বাকি থাকতেই ১৫৫ রানের জয়ের টার্গেট ছুঁয়ে ফেলে আরসিবি।
তবে তার আগে শেখ জায়েদ স্টেডিয়াম সাক্ষী থাকে রাজস্থান রয়্যালসের রাহুল তেওটিয়া ও মাহিপাল লোমরোরের চোখ ধাঁধানো ব্যাটিংয়ের। তেওটিয়া তিনিটি ছক্কা মেরে ২৪ রান করেন ২০০ স্ট্রাইক রেটে। ২০ ওভারে ১৫৪ রান তোলে রাজস্থান রয়্যালস। তেওটিয়া, মাহিপাল বিধ্বংসী মেজাজে শেষ তিন ওভারে ৩৭ রান তোলেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement