CSK Vs LSG Pitch Report: তীব্র গরমে স্পিনারদের ভেল্কি দেখানোর সম্ভাবনা, ধোনি-দর্শনের জন্য টিকিটের হাহাকার
IPL 2023: ধোনিদের সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই। যে ম্যাচের আগে চিপকের বাইশ গজ নিয়ে চর্চার শেষ নেই।
চেন্নাই: প্রায় চার বছর পর ঘরের মাঠে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। সামনে লখনউ সুপার জায়ান্টস। কে এল রাহুলের নেতৃত্বে যারা প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে এসেছে। স্বাভাবিকভাবেই চিপকের ম্যাচ ঘিরে টিকিটের হাহাকার।
কারণ, ফের একবার চেন্নাইয়ে নামচে চলেছেন বাইশ গজের 'থালাইভা'। মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। যিনি নিজে চেন্নাইকে তাঁর দ্বিতীয় ঘর বলে থাকেন। স্বাভাবিকভাবেই সোমবারের ম্যাচ নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। টিকিট নিঃশেষ। তারপরও ক্রিকেটপ্রেমীরা হা পিত্যেশ করছেন মাঠে ঢোকার জন্য। সামনে থেকে ফের ধোনির হেলিকপ্টার শট চাক্ষুস করতে মরিয়া সকলে।
চেন্নাই প্রথম ম্যাচে হেরে ষোড়শ আইপিএলে অভিযান শুরু করেছে। ধোনিদের সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই। যে ম্যাচের আগে চিপকের বাইশ গজ নিয়ে চর্চার শেষ নেই।
কেমন হবে চেন্নাই বনাম লখনউ ম্যাচের উইকেট?
চেন্নাইয়ে এখন প্রবল গরম। শুকনো হাওয়া বইছে। আর্দ্রতাও রয়েছে বেশ। যে আবহাওয়া স্পিনারদের বাড়তি সুবিধা দেবে। সম্প্রতি ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে ম্যাচে ১৮ উইকেট পড়েছিল। যার মধ্যে ১১টি উইকেটই নিয়েছিলেন স্পিনাররা। সোমবারের ম্যাচেও স্পিনারদের ছড়ি ঘোরানোর সম্ভাবনা।
দীর্ঘদিন পর ঘরের মাঠে নামছেন ধোনিরা। যেখানে দুরন্ত রেকর্ড সিএসকে-র। ঘরের মাঠে ৫৬টি ম্যাচের মধ্যে ৪০টিতে জিতেছেন ধোনিরা। চিপকে ভাল ব্য়াটিং করেছে সিএসকে। স্পিনাররাও ছড়ি ঘুরিয়েছেন। যেখানে লখনউয়ের বেশিরভাগ ক্রিকেটার এই মাঠে ম্যাচই খেলেননি। শনিবার কঠিন পিচেও ১৬টি ছক্কা মেরেছিলেন সিএসকে ব্যাটাররা। লখনউ বোলারদের বিরুদ্ধেও সিএসকে-র বিগহিটাররা বড় শট খেলতে মরিয়া থাকবেন।
সিএসকে-ও এই ম্যাচে পাবে না দক্ষিণ আফ্রিকার সিসান্দা মাগালাকে। পাশাপাশি শ্রীলঙ্কার দুই ক্রিকেটার মহেশ তিকশানা ও মাথিশা পাথিরানাকেও পাবেন না ধোনিরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রথম তিন ম্যাচে নেই দুই ক্রিকেটার।
View this post on Instagram
প্রথম ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার ব্যবহারে লেটার মার্কস পেয়েছেন রাহুলরা। ১৯.৫ ওভারে আয়ূষ বাদোনি আউট হওয়ার পর কে গৌতমকে নামিয়েছিল লখনউ। যিনি একমাত্র বলে ছক্কা মেরেছিলেন। তারপর শিশিরের মধ্যেও ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৩ রান খরচ করেছিলেন তিনি। সোমবারও গৌতমকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করতে পারে লখনউ। দিল্লির বিরুদ্ধে ৩ ওভারে ৩৯ রান খরচ করা জয়দেব উনাদকটের পরিবর্তে বাড়তি স্পিনারও খেলাতে পারে লখনউ।