DC vs MI, 1 Innings Highlights: বল হাতে পীযূষ-বেরেনডর্ফের দাপট, ওয়ার্নার-অক্ষরের অর্ধশতরান সত্ত্বেও ১৭২ রানেই অল আউট দিল্লি
IPL 2023, DC vs MI: দিল্লির হয় ষষ্ঠ উইকেটে ওয়ার্নার ও অক্ষর ৬৭ রান যোগ করেন।
নয়াদিল্লি: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে ডেভিড ওয়ার্নার (David Warner) ও অক্ষর পটেলের (Axar Patel) অর্ধশতরানের দৌলতে ১৭২ রান তুলল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তবে নির্ধারিত ২০ ওভারের দুই বল আগেই অল আউট হয়ে ওয়ার্নারের নেতৃত্বাধীন দল। পল্টনদের হয়ে জেসন বেরেনডর্ফ (Jason Behrendorff) ও পীযূষ চাওলা (Piyush Chawla) তিনটি করে উইকেট নেন।
ব্যর্থ পৃথ্বী
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার শুরুটা ভাল করলেও, ফের একবার বড় রান করতে ব্যর্থ হন পৃথ্বী। মাত্র ১৫ রানেই সাজঘরে ফেরেন পৃথ্বী। গত ম্যাচে শূন্য রানে আউট হওয়া মণীশ পাণ্ডেও এদিন শুরুটা ভাল করেন। তবে তিনিও ২৬ রানের বেশি করতে পারেননি। বুড়ো হাড়ে ভেল্কি দেখিয়ে পীযূষ চাওলা অল্প রানের ব্য়বধানে মণীশ পাণ্ডের পাশাপাশি রভম্যান পাওয়েল (৪) ও ললিত যাদবকে (২) সাজঘরে ফেরান। অভিষেকে যশ ধূলও ২ রানের বেশি করতে পারেননি।
অক্ষর-ঝড়
৯৮ রানে পাঁচ উইকেট হারিয়ে এক সময় বেশ চাপেই পড়ে গিয়েছিল দিল্লি। ঠিক সেই সময়ই অক্ষর পটেল ব্যাট হাতে নেমে দিল্লির ইনিংসের রানের গতি বাড়াতে সাহায্য করেন। মাত্র ২৬ বলে চারটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান। ডেভিড ওয়ার্নার গোটা ইনিংস জুড়েই ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করেন। তবে ছন্দ খুঁজে না পেলেও, নিজের লড়াই চালিয়ে যান ওয়ার্নার। নিজের আইপিএল কেরিয়ারের মন্থরতম অর্ধশতরান করেন ওয়ার্নার। এক সময় অক্ষরের ব্যাটে ভর করেই দু'শো রানের দিকে এগোচ্ছিল দিল্লি।
কিন্তু তাঁকে বেরেনডর্ফ সাজঘরে ফেরত পাঠান। ১৯তম ওভারে তিনি এক দুই নয়, তিন তিনটি উইকেট নেন। এই ওভারেই আবার কুলদীপ যাদব রান আউটও হন। মাত্র ১ রানে চার উইকেট হারিয়ে দিল্লির দু'শোর গণ্ডি পার করার আশা আশাই থেকে যায়। শেষমেশ ১৭২ রানেই অল আউট হয়ে যায় ক্যাপিটালস। তবে অক্ষর এবং ওয়ার্নারের দৌলতে দিল্লির বোলাররা অন্তত লড়াইয়ের রসদ পেল।
Innings Break!
— IndianPremierLeague (@IPL) April 11, 2023
Fifties from @davidwarner31 & @akshar2026 inspire @DelhiCapitals to 172 in the first innings 🙌
3⃣ wickets each for Piyush Chawla and Riley Meredith 👌👌
Who will claim their first win of the season tonight?
Scorecard ▶️ https://t.co/6PWNXA2Lk6 #TATAIPL pic.twitter.com/CfbhSFbR7f
আরও পড়ুন: বাবার পুলসেশনে হঠাৎ হাজির ছোট্ট ভামিকাও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি