![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ABP Exclusive: দুশো রানের পূর্বাভাস ইডেনে, উড়বে কি ধোনির হেলিকপ্টার?
IPL Exclusive: ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানাচ্ছেন, রবিবারও বড় রানের ম্যাচ হবে। বাকি দুই ম্যাচ যে পিচে খেলা হয়েছিল, সেই বাইশ গজে নয়। অন্য পিচে হবে কেকেআর বনাম সিএসকে ম্যাচ।
![ABP Exclusive: দুশো রানের পূর্বাভাস ইডেনে, উড়বে কি ধোনির হেলিকপ্টার? IPL 2023 Exclusive: forecast of big runs at Eden Gardens during KKR vs CSK match, know in details ABP Exclusive: দুশো রানের পূর্বাভাস ইডেনে, উড়বে কি ধোনির হেলিকপ্টার?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/21/00d363b09a80be9658709d1917f8fd63168209476933750_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সন্দীপ সরকার, কলকাতা: ষোড়শ আইপিএলে (IPL 2023) দুটি ম্যাচ হয়েছে ইডেন গার্ডেন্সে (Eden Gardens)।
কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবং কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ। দুই ম্যাচেই চার-ছক্কার বন্যা দেখা গিয়েছে। প্রথম ম্যাচে কেকেআর দুশোর বেশি রান করেছিল। আরসিবি-র ব্যাটিং বিপর্যয় হয় সেই ম্যাচে। পরের ম্যাচে প্রথমে ব্যাট করে ২২৮ রান তোলে হায়দরাবাদ। সেঞ্চুরি করেন হ্যারি ব্রুক। সেই ম্যাচে হারলেও, জবাবি ইনিংসে ২০৫ রান তুলেছিলেন নাইটরা।
রবিবার কি হবে? সেদিন ইডেনে মুখোমুখি কেকেআর বনাম চেন্নাই সুপার কিংস। আকর্ষণের কেন্দ্রে অবশ্যই মহেন্দ্র সিংহ ধোনি। কিংবদন্তিকে দেখার জন্য বাংলার ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন। ধোনির প্রিয় শট 'হেলিকপ্টার'। ব্যাক ফুটে গিয়ে কব্জির মোচড়ে, শুধু বটম হ্যান্ডের জোরে আর ব্যাট স্পিড ও হ্যান্ড আই কো অর্ডিনেশনের মিশেলে অফস্টাম্পের বাইরের বলকেও টেনে মিড উইকেট, ডিপ স্কোয়্যার লেগ বা লং অন বাউন্ডারিতে উড়িয়ে দেওয়া। রবিবার কি হেলিকপ্টার উড়বে ইডেনের আকাশে?
ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানাচ্ছেন, রবিবারও বড় রানের ম্যাচ হবে। বাকি দুই ম্যাচ যে পিচে খেলা হয়েছিল, সেই বাইশ গজে নয়। অন্য পিচে হবে কেকেআর বনাম সিএসকে ম্যাচ। তবে উইকেটের চরিত্রে খুব একটা তফাত হবে না। বরং ফের একটি দুশো রানের দুই ইনিংসের ম্যাচ হতে পারে বলে পূর্বাভাস শোনা যাচ্ছে।
ইডেনের পিচের চরিত্র এমনিতেই বদলে গিয়েছে। আগে যে উইকেটে ১৬০ ছিল জেতার রান, যে পিচে ছড়ি ঘোরাতেন সুনীল নারাইন, সেখানে এখন দুশো রানও নিরাপদ নয়। বল পড়ে দ্রুত গতিতে ব্যাটে আসে। স্ট্রোক প্লেয়ারদের জন্য স্বর্গসম। ধোনি চলতি আইপিএলে পুরনো ঝলক দেখাচ্ছেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ জিততে ১৮ বলে ৫৪ রান বাকি, সেই পরিস্থিতিতে ১৭ বলে অপরাজিত ৩২ রানের ঝড় তুলেছিলেন। রবিবাসরীয় ইডেনে ধোনি ধমাকা দেখার মতো পরিবেশ-পরিস্থিতি সবই তৈরি।
এক যদি না কাঁটা হয়ে দাঁড়ায় বৃষ্টি। পিচে যদি চার-ছক্কার ফুলঝুরির পূর্বাভাস থাকে, তাহলে আবহাওয়ার মতিগতিও সুবিধের নয়। হাওয়া অফিস বলছে, রবিবার বেলা ১২টা থেকে দুপুর তিনটে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যায় আকাশ মেঘলা থাকবে। তবে রাত ৯টায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে আশঙ্কায় শুক্রবার থেকেই গোটা মাঠ ঢেকে রাখা হয়েছে।
শুক্রবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলছেন ধোনিরা। শনিবার সন্ধ্যায় কলকাতায় ঢুকছেন। মাহি ভক্তরা অবশ্য কালবৈশাখী নয়, বাইশ গজে প্রিয় নায়কের ব্যাটে ঝড় দেখতে মুখিয়ে রয়েছেন।
আরও পড়ুন: বৃষ্টির আশঙ্কায় ঢাকা ইডেন, ধোনি-দর্শনে টিকিটের হাহাকার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)