(Source: ECI/ABP News/ABP Majha)
IPL Exclusive: পৌঁছে গেলেন উমেশ-শার্দুল, স্থানীয় ক্রিকেটের জন্য বাংলা বনাম কেকেআর প্রস্তুতি ম্যাচ বাতিল
KKR Exclusive: শুক্রবার সন্ধ্যায় কলকাতা পৌঁছে গেলেন দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার - উমেশ যাদব ও শার্দুল ঠাকুর।
সন্দীপ সরকার, কলকাতা: শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নিয়ে উদ্বেগ। লকি ফার্গুসনের (Lockie Ferguson) ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট। নেটে ব্যাট করার সময় ইয়র্কার বাঁ পায়ের পাতায় আছড়ে পড়ায় ক্রেপ ব্যান্ডেজ বেঁধে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা নীতিশ রানা (Nitish Rana)।
আইপিএলের প্রথম ম্যাচের আগে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবিরে একের পর এক কাঁটা। যেখানে প্রথম ম্যাচের এক সপ্তাহ আগেও কেউ জানেন না, অধিনায়ক কে! শ্রেয়স আইয়ার কি পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন, নাকি শুরুর দু-একটা ম্যাচ বাদ দিয়েই ফিরবেন? শ্রেয়স আয়ুর্বেদিক চিকিৎসা করাচ্ছেন বলে কেউ কেউ দাবি করছেন। তাহলে কি শ্রেয়সকে ধরেই পাঞ্জাব কিংস ম্যাচের অঙ্ক কষা হবে?
প্রীতি জিন্টার দলের বিরুদ্ধে খেলতে ২৯ মার্চ চণ্ডীগড় উড়ে যাবেন নাইটরা। তার চারদিন আগেও প্রশ্নে প্রশ্নে জেরবার নাইট শিবির।
স্বস্তি বলতে, শুক্রবার সন্ধ্যায় কলকাতা পৌঁছে গেলেন দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার - উমেশ যাদব ও শার্দুল ঠাকুর। শার্দুলকে এবার দলে নিয়েছে কেকেআর। তিনি কেকেআরের প্রথম একাদশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন বলে মনে করা হচ্ছে। উমেশের গতিও ভরসা দেবে দলের পেস আক্রমণকে। ফার্গুসনের অভাব ঢেকে দিতে পারেন উমেশ।
তবে এরই মাঝে আরেক কাঁটা, সিএবি একাদশের বিরুদ্ধে কেকেআরের প্রস্তুতি ম্যাচের নকশা ভেস্তে যাওয়া। আগে ঠিক ছিল, ২৫ মার্চ, শনিবার বাংলার নির্বাচিত একটি দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে কেকেআর। ম্যাচ সিচুয়েশনে দেখে নেওয়া হবে ক্রিকেটারদের। কিন্তু সেই ম্যাচ ভেস্তে গিয়েছে। কারণ?
সিএবি-র সচিব নরেশ ওঝা এবিপি লাইভকে বলছিলেন, 'স্থানীয় ক্রিকেট চলছে পুরোদমে। তাই প্রস্তুতি ম্যাচের জন্য ক্রিকেটার ছাড়াই যাচ্ছে না। প্রায় প্রত্যেকেরই ক্লাব ম্যাচ রয়েছে। তাই যেরকম প্রতিপক্ষ দল কেকেআর প্রত্যাশা করেছিল, সেটা তৈরি করা সম্ভব হচ্ছে না। আমরা সেটা কেকেআরকে জানিয়ে দিয়েছি। তাই সিএবি একাদশের সঙ্গে ম্যাচটা হচ্ছে না। কেকেআর হয়তো নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলতে পারে।'
কেকেআর শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, শুক্রবার সারাদিন টিমহোটেলেই কাটিয়েছেন ক্রিকেটারেরা। তবে দুপুর থেকে বিকেল পর্যন্ত জিম সেশনে সকলে কসরত করেছেন। দলের ট্রেনারের তত্ত্বাবধানে জিমে সময় কাটিয়েছেন আন্দ্রে রাসেল, নীতিশ রানা, বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংহরা। পুল সেশনও রেখেছিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ক্রিকেটারদের তরতাজা রাখাই লক্ষ্য তাঁর। শনিবার থেকে ফের মাঠের প্রস্তুতি শুরু করে দেবেন নাইটরা। উমেশ ও শার্দুলও নেমে পড়বেন ইডেনে।