IPL 2023 Highlights: সূর্যের ব্যাটে ঝলসে গেল গুজরাত, বাটলারের জরিমানা, আইপিএলের সেরা পাঁচ খবরের ঝলক
Indian Premier League: আইপিএলের সেরা ৫ খবর এক ঝলকে।
কলকাতা: আইপিএলে সূর্যকুমার যাদবের প্রথম সেঞ্চুরি। মুম্বইয়ের বড় জয়। জস বাটলারের জরিমানা। এক নজরে আইপিএলের সেরা ৫ খবর।
ট্র্যাজিক হিরো রশিদ
লক্ষ্য ২১৯ রান। দুরন্ত সেঞ্চুরিতে ততক্ষণে ওয়াংখেড়ে মাতিয়ে দিয়েছেন স্কাই সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তবু মাঠের নাম যখন ওয়াংখেড়ে, তখন গুজরাত টাইটান্সের (MI vs GT) সমর্থকেরা আশায় বুক বেঁধেছিলেন। এই মাঠে টি-টোয়েন্টি ম্যাচ মানেই চার-ছক্কার বন্যা। ২১৯ রানও কি এই মাঠে খুব নিরাপদ?
তবে ব্যাট করতে নেমে বিপর্যয় হয় গুজরাতের। ৭.১ ওভারে স্কোর দাঁড়ায় ৫৫/১। গুজরাত সমর্থকেরা হাল ছেড়েই দিয়েছিলেন। সেখান থেকে পাল্টা লড়াই শুরু করলেন ডেভিড মিলার। ২৬ বলে ৪১ রান করলেন দক্ষিণ আফ্রিকার তারকা। তবু, গেমচেঞ্জার হয়ে যাচ্ছিলেন রশিদ খান। আফগান লেগস্পিনার বিধ্বংসী ইনিংস খেললেন। একের পর এক হেলিকপ্টার শট আছড়ে পড়ল গ্যালারিতে। মাত্র ৩২ বলে ৭৯ রান করে অপরাজিত রইলেন রশিদ। তাঁর ইনিংসে মেরেছেন ১০ ছক্কা। আইপিএলে যা গুজরাত টাইটান্সের কোনও ক্রিকেটারের মারা সর্বোচ্চ সংখ্যক ছক্কা।
তবে ব্যর্থ হল রশিদের লড়াই। নির্ধারিত ২০ ওভারে ১৯১/৮ স্কোরে আটকে গেল গুজরাত। মুম্বই ম্যাচ জিতল ২৭ রানে। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকায় তিন নম্বরে উঠে এলের রোহিত শর্মারা।
বাটলারের শাস্তি
ইডেন গার্ডেন্স থেকে মাথা উঁচু করে বেরিয়েছেন তাঁরা। কলকাতা নাইট রাইডার্সকে (KKR vs RR) ৯ উইকেটে দুরমুশ করে। তবে ম্যাচ জেতার পরই রাজস্থান রয়্যালস শিবিরে এল খারাপ খবর।
ম্যাচ ফি-র ১০ শতাংশ টাকা জরিমানা হল জস বাটলারের (Jos Buttler)। কিন্তু কেন শাস্তি হল রাজস্থান রয়্যালসের ওপেনারের?
ভারতীয় ক্রিকেট বোর্ডের বিবৃতিতে এ নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। শুধু জানানো হয়েছে যে, কেকেআরের বিরুদ্ধে ম্যাচের ফি থেকে ১০ শতাংশ জরিমানা হয়েছে ইংরেজ তারকার। তবে মনে করা হচ্ছে, সতীর্থের সঙ্গে ঝামেলায় জড়িয়ে শাস্তির কবলে পড়লেন বাটলার। সেই সতীর্থের নাম? যশস্বী জয়সওয়াল! যিনি বৃহস্পতিবার ইডেনে কেকেআরকে নিয়ে ছিনিমিনি খেললেন।
বৃহস্পতিবার যশস্বীর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান বাটলার। তারপরই তাঁকে উত্তেজিত ভঙ্গিতে সতীর্থের উদ্দেশে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। অনেকে মনে করছেন, সেই কারণেই জরিমানা হয়েছে ইংরেজ তারকার।
অধিনায়কের পাশে
এক ওভার। ২৬ রান। এক ওভারেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্লে অফের স্বপ্নকে ভেন্টিলেশনে পাঠিয়ে দিয়েছেন খোদ অধিনায়ক নীতীশ রানা (Nitish Rana)। প্রশ্ন উঠে গিয়েছে নাইট নেতার সিদ্ধান্ত নিয়ে। কেন দলে চার বিশেষজ্ঞ স্পিনার থাকলেও নতুন বলে প্রথম ওভার করার ঝুঁকি নিতে গেলেন নীতীশ!
যদিও ম্যাচের পর দলের সমর্থন রয়েছে নীতীশের সঙ্গে। ম্য়াচের শেষে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআরের (KKR vs RR) সর্বোচ্চ স্কোরার বেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) প্রশ্ন করা হয়েছিল, প্রথম ওভারে নীতীশের বল করতে আসা কি জুয়া ছিল? বেঙ্কটেশ বলেন, 'হয়তো তাই। তবে নীতীশ বল হাতে কতটা দক্ষ সকলেই জানেন। কেরিয়ারে অনেক গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে। ক্রিজে যখন বাঁহাতি ব্যাটার, তখন অফস্পিনার কার্যকরী হতে পারত। দুর্ভাগ্যবশত সিদ্ধান্তটা আমাদের পক্ষে যায়নি। ও উইকেট পেয়ে গেলে তখন এটা মাস্টারস্ট্রোক বলা হতো। তবে মাঠে এই ধরনের ঘটনা ঘটে।'
যশস্বী ভব
বৃহস্পতিবার তাঁর ব্যাটের চাবুকে কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরে ত্রাহি ত্রাহি রব পড়ে গিয়েছিল। ১৩ বলে হাফসেঞ্চুরি করে আইপিএলের (IPL) ইতিহাসে জায়গা করে নিয়েছেন। নীতীশ রানার প্রথম ওভারেই নিয়েছিলেন ২৬ রান। তাঁর ৪৭ বলে অপরাজিত ৯৮ রানের ইনিংস কেকেআরের প্লে অফের স্বপ্নকে ভেন্টিলেশনে পাঠিয়ে দিয়েছে।
যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) আত্মবিশ্বাস দেখে মুগ্ধ বিশেষজ্ঞরা। অথচ এই যশস্বীই ব্যর্থতায় এমন ভেঙে পড়েছিলেন যে, কোচের কাছে গিয়ে আবেগ গোপন করতে পারেননি। কেঁদেও ফেলেছিলেন। শুরু হয়েছিল তাঁর নতুন লড়াই।
২০২০ সালে আইপিএলে অভিষেক যশস্বীর। সেবার মাত্র ৩ ম্যাচে সুযোগ পেয়েছিলেন। ৪০ রান করেছিলেন বাঁহাতি ব্যাটার। নিজের ফর্ম মেনে নিতে পারেননি। টুর্নামেন্ট শেষ হওয়ার পরই দৌড়েছিলেন শৈশবের কোচ জ্বালা সিংহের কাছে। শুক্রবার মুম্বই থেকে ফোনে জ্বালা বলছিলেন, 'অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলে আসার পর ২০২০ সালে প্রথমবার আইপিএলে সুযোগ পায়। কিন্তু সেই আইপিএলে ব্যর্থ হয়েছিল যশস্বী। ৩ ম্যাচে মাত্র ৪০ রান করে। ভীষণ হতাশ ছিল। মানসিকভাবে ভেঙে পড়েছিল। আমার কাছে এসে কান্নায় ভেঙে পড়েছিল।'
সেখান থেকে কোন মন্ত্রে ছাত্রকে পাল্টে দিলেন জ্বালা? যশস্বীর গুরু বলছেন, 'পরের পর্বের প্র্যাক্টিস শুরু করাই। তখন লক ডাউন চলছে। মুম্বইয়ে সব মাঠ বন্ধ ছিল। আমার গ্রামের বাড়ি গোরক্ষপুরে ওকে নিয়ে যাই। ২০১৩ সাল থেকে ও আমার বাড়িতেই থাকত। গোরক্ষপুরে সিমেন্টের পিচ বানিয়ে ১৫ গজ দূর থেকে হার্ড প্লাস্টিক বলে থ্রো ডাউন দিয়ে ব্যাটিং প্র্যাক্টিস করিয়েছি। সামনের পায়ে ড্রাইভ থেকে শুরু করে বাউন্সারে স্কোয়্যার কাট, পুল, হুক সব প্র্যাক্টিস করিয়েছি। তারপর সেন্টার উইকেট নিয়ে গিয়ে ছয় মারা প্র্যাক্টিস করিয়েছি। তাতেই ওর ব্যাটের ধার বেড়েছে।'
আক্ষেপ নেই
প্লে-অফের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে বৃহস্পতিপার এক মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কেকেআর ও রাজস্থান রয়্যালস (KKR vs RR) একে অপরের মুখোমুখি হয়েছিল। ম্যাচে স্পিন সহায়ক পিচে সমর্থকরা আশায় ছিলেন কেকেআর স্পিনত্রয়ীর জাদু দেখবেন। কিন্তু বৃহস্পতিবারের ইডেন এক তরুণ প্রতিভার ব্যাট হাতে বিশ্ববন্দিত স্পিনারদের বিরুদ্ধে দাপটের সাক্ষী হয়ে থাকল। রাজস্থানের হয়ে নাইটদের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তোলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। মাত্র ৪৭ বলে অপরাজিত ৯৮ রানের ইনিংস খেলেন যশস্বী।
মাত্র দুই রানের জন্য শতরান হাতছাড়া করার কোনও আক্ষেপ নেই যশস্বীর। বরং ২১ বছর বয়সি রাজস্থান ওপেনার ম্যাচের শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারায় বেশি সন্তুষ্ট। ম্যাচ শেষে তিনি বলেন, 'আমি বরাবরই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। ম্যাচ জিততে পেরে খুবই খুশি। (আজ) সবকিছু যে আমার মনের মতো হয়েছে, তেমনটা নয়। এক নির্দিষ্ট পদ্ধতি মেনে চলা, আমি কীভাবে প্রস্তুতি সারছি, নিজেকে কীভাবে তাঁতাচ্ছি, সেটা বেশি গুরুত্বপূর্ণ। যে শটটায় দলকে ম্যাচ জেতাই, সেটা আমার সবথেকে পছন্দের শট ছিল। কারণ আমি কীভাবে ম্যাচ শেষ করতে হবে, সেটা এখনও শিখছি।'
আরও পড়ুন: ৩ ম্যাচে ৪০ রান করে কান্নায় ভেঙে পড়েছিলেন, সেই যশস্বীর ব্যাটেই আইপিএলে রেকর্ড