IPL 2023 Highlights: পাঞ্জাবের বিরুদ্ধে হেরে ছিটকে গেল দিল্লি, পুলিশের দ্বারস্থ সচিন, দিনের সেরা পাঁচ আইপিএলের খবর
IPL 2023 Todays Highlights: আইপিএলে শনিবারের সেরা পাঁচটি খবর এক ঝলকে দেখে নেওয়া যাক ।
কলকাতা: আইপিএলে শনিবারের সেরা পাঁচটি খবর এক ঝলকে দেখে নেওয়া যাক -
ছিটকে গেল দিল্লি
অবশেষে প্লে অফের দৌড় থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেল কোনও দল। পাঞ্জাব কিংসের কাছে ৩১ রানে ম্যাচ হেরে গেল দিল্লি। সেই সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়-রিকি পন্টিংদের দল প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল। ১২ ম্যাচের শেষে ডেভিড ওয়ার্নারদের ৮ পয়েন্ট। বাকি ২ ম্য়াচ জিতলেও প্লে অফে ওঠার আর কোনও সুযোগ নেই দিল্লির।
কী বলছেন কোহলি?
তিন বছর সেঞ্চুরি আসছিল না ব্যাটে। শতরানের খরা চলাকালীন প্রবল সমালোচনার সম্মুখীন হওয়ার পর সমালোচকদের জবাব দিতে পেরে ঠিক কী অনুভূব করেছিলেন 'কিংগ কোহলি'। অবশেষে সেই নিয়ে মুখ খুললেন বিরাট। কোনওরকম রাখঢাক না করেই কোহলি জানান তিনি শতরানের পর স্বস্তির হাসি হেসেছিলেন। তিনি বলেন, 'শতরান হাঁকানোর বলের আগেই আমার মাথায় আসে যে আমি ৯৪ রানে ব্যাট করছি এবং আমি আজ শতরান হাঁকাতে পারি। পরের বলেই আমি ছয় মারি। তবে শতরান করার পর আমি খুব হাসছিলাম। আমার বুঝতে পারছিলাম না যে সত্যিই কি এই জিনিসটার জন্য আমি বিগত দুই বছর ধরে কাঁদছিলাম! তবে এই বিষয়টা দুই সেকেন্ডের বেশি স্থায়ী হয়নি। দুই সেকেন্ড পরেই গোটা বিষয়টা মাথা থেকে মুছে ফেলি।'
গম্ভীরের সামনে কোহলি কোহলি সোচ্চার
দুই ক্রিকেটারের অনুরাগীরাও এবার এই দ্বৈরথে জড়িয়ে পড়ছেন। যেমন ঘটল শনিবার। হায়দরাবাদে। যেখানে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস। আর সেই ম্যাচের জন্য মাঠে হাজির ছিলেন ঠিলেন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গম্ভীরও। ঘটনাটি সেই ম্যাচেরই। গম্ভীরকে দেখে গ্যালারি থেকে উড়ে এল টিপ্পনি। কী সেই টিপ্পনি? গম্ভীরকে দেখা মাত্রই গ্যালারি থেকে চিৎকার শুরু হয়ে গেল, 'কোহলি... কোহলি...'। অবশ্যই কটাক্ষ করার জন্য। গম্ভীর অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি। শুধু একবার গ্যালারির ওই অংশের দিকে তাকিয়ে মাঠের বাইরে হাঁটা দেন।
নতুন জার্সিতে গুজরাত টাইটান্স
সোমবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে মাঠে নামবেন ঋদ্ধিমান সাহা, হার্দিক পাণ্ড্যরা (Hardik Pandya)। সেই ম্যাচেই নিজেদের জার্সির রং বদলে ফেলছেন হার্দিকরা। নীল রঙের বদলে ল্যাভেন্ডার রঙের জার্সি পরেই এই ম্যাচে মাঠে নামতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত। কিন্তু হঠাৎ জার্সির রং বদলের প্রয়োজন হল কেন? আসলে গুজরাত এক মহৎ উদ্যোগের দরুণই এক ম্যাচের জন্য নিজেদের জার্সির রং বদলের সিদ্ধান্ত নিয়েছেন হার্দিকরা। আসলে ল্যাভেন্ডার রং সব ধরনের ক্যান্সারের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। গুজরাত এই রঙের জার্সি পরে ক্যান্সারের সম্পর্কে সচেতনতা গড়তে এবং ক্যান্সার যোদ্ধাদের লড়াইকে কুর্নিশ জানাতে আগ্রহী।
পুলিশের দ্বারস্থ সচিন
এক জাল বিজ্ঞাপনে সচিন তেন্ডুলকরের ছবি, তাঁর নাম ও গলার আওয়াজ ব্যবহার করেছে, যাতেই ক্ষুব্ধ কিংবদন্তি ক্রিকেটার। সেই কারণেই তিনি মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চের (Mumbai Crime Branch) সাইবার সেলে মামলা দায়ের করেছেন। ভারতীয় আইনের ৪২৬, ৪৬৫ ও ৫০০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে কে বা কারা এই বিজ্ঞাপন প্রচার করছেন, তা এখনও জানা যায়নি। খবর অনুযায়ী, সচিনের সহায়ক এই গোটা বিষয়টি শনাক্ত করেন। ফেসবুকে এক তেলের কোম্পানির বিজ্ঞাপনে সচিনের ছবি ও তাঁর আওয়াজ ব্যবহারের বিষয়টি তাঁর চোখে পড়ে। ইন্সটাগ্রামেও সচিনের ছবি ব্যবহার করে সেই সংস্থার একাধিক বিজ্ঞাপন রয়েছে।