IPL 2023: হাঁটুতে চোট, আইপিএলে আর আদৌ মাঠে নামতে পারবেন কেন উইলিয়ামসন?
Kane Williamson: ফিল্ডিং করার সময় একটি ছক্কা বাঁচাতে গিয়েছিলেন কিউয়ি ক্রিকেটার। তখনই হাঁটুতে চোট পান তিনি।
আমদাবাদ: আইপিএলের (IPL) অভিযান শুরুর দিনই ধাক্কা খেল গুজরাত টাইটান্স। ফিল্ডিং করার সময় হাঁটুতে গুরুতর চোট পান কেন উইলিয়ামসন (Kane Williamson Injury)। ১৩ ওভার শেষে এই চোটের কারণেই মাঠ ছাড়তে বাধ্য হন কিউয়ি তারকা। খবর অনুযায়ী, এই চোটের কারণেই আইপিএল আর খেলতেই পারবেন না কেন।
হাঁটুতে চোট
ফিল্ডিং করার সময় একটি ছক্কা বাঁচাতে গিয়েছিলেন কিউয়ি ক্রিকেটার। প্রথমে বলটা ধরে নিলেও শরীর বাউন্ডারি লাইনের বাইরে যাচ্ছে বুঝে তা ভিতরে ছুড়ে দিয়ে নিচে নামার সময় ডান পায়ে আঘাত পেয়েছেন উইলিয়ামসন। শূন্য থেকে নিচে পড়ে ডান পায়ের হাঁটু ধরেই কার্যত শুয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে। এরপর আর ফিল্ডিং করা তো দূরে থাক, ফিজিওদের প্রাথমিক সুশ্রুষার পর তাঁদের কাঁধে ভর করেই খুঁড়িয়ে যেতে দেখা গিয়েছে গুজরাতের এই টপ অর্ডারের ব্যাটারকে। ব্যাট করতেও নামেননি কেন, তাঁর বদলে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে সাই সুদর্শন দলে আসেন।
এরপরেই কেনের চোট ঠিক কতটা গুরুতর সেই নিয়ে জল্পনা শুরু হয়। যদিও এখনও গুজরাত টাইটান্স দলের তরফে সরকারিভাব কিছু জানানো হয়নি। কিন্তু একাধিক রিপোর্ট অনুযায়ী তিনি আর আইপিএলে খেলতেই পারবেন না। তবে কেন ব্যাট না করলেও, তাতে গুজরাত দলের খুব একটা সমস্যা হয়নি। সহজেই চার বল বাকি থাকতে পাঁচ উইকেট হাতে রেখে সিএসকের বিরুদ্ধে ম্যাচ জিতে নেয় গুজরাত।
ম্যাচ শেষে গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্য চোটের বিষয়ে আপডেট দিতে গিয়ে জানান, 'নিশ্চিতভাবে ওর হাঁটুতেই চোট লেগেছে। তবে চোট কতটা গুরুতর, সারতে কতটা সময় লাগবে সেই নিয়ে আমার কোনও ধারণা নেই। বর্তমানে সবটাই ধোঁয়াশা। ও আপাতত স্ক্যানের জন্য গিয়েছে। স্ক্যান করে আসার পরই এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে পারব।'
হার্দিকদের হ্যাটট্রিক
মরসুম পাল্টালেও পাল্টাল না গুজরাত টাইটান্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ভাগ্য। আইপিএলে টানা তিন ম্যাচে সিএসকে-কে হারাল গুজরাত। যারা গতবারই আইপিএলে অভিষেক ঘটিয়েছে। গতবার চ্যাম্পিয়নও হয়েছিল গুজরাত। দুবারের সাক্ষাতে দুবারই হারিয়েছিল সিএসকে-কে। এবারও সেই ছবি অপরিবর্তিত। চেন্নাইয়ের ১৭৮ রান তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেল গুজরাত। সেই সঙ্গে চারবারের চ্যাম্পিয়নদের হারানোর হ্যাটট্রিকও সেরে ফেললেন হার্দিক পাণ্ড্যরা।
আরও পড়ুন: আরসিবি ক্যাম্পে বন্ধু বিরাটের সঙ্গে আড্ডায় মাতলেন সুনীল, অনুশীলনে নিলেন দুরন্ত ক্যাচও