KKR vs LSG: বাবা আইসিইউতে, ছেলে মাঠে ম্য়াচ জেতাচ্ছেন, মহসিনকে দেখে মুগ্ধ মর্কেল
IPL 2023: কাঁধের চোট যে শুধু তাঁকে মাঠ থেকে ছিটকে দিয়েছিল তাই নয়, কেরিয়ার নিয়েই প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছিল। চোট এমনই গুরুতর ছিল যে, চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেছিলেন হাত কেটে না বাদ দিতে হয়!
সন্দীপ সরকার, কলকাতা: কাঁধের চোট যে শুধু তাঁকে মাঠ থেকে ছিটকে দিয়েছিল তাই নয়, কেরিয়ার নিয়েই প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছিল। চোট এমনই গুরুতর ছিল যে, চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেছিলেন হাত কেটে না বাদ দিতে হয়!
মহসিন খান (Mohsin Khan) মাঠে ফিরেছেন। শুধু ফিরেছেন না, দলকে ম্যাচও জিতিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আগের ম্যাচে হাতে মাত্র ১১ রানের পুঁজি নিয়েও অবিশ্বাস্য বোলিং করেছেন। ৫ রান খরচ করে লখনউ সুপার জায়ান্টসকে ২ পয়েন্ট দিয়েছেন। ম্যাচের পর মহসিন খান নিজেই জানিয়েছিলেন যে, তাঁর বাবা ১০ দিন ধরে আইসিইউতে ভর্তি ছিলেন। প্রায় জীবন-মৃত্যুর লড়াই হয়েছে। তবে দলের প্রতি, ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা কমেনি মহসিনের। মাঠের পারফরম্য়ান্সে ব্য়ক্তিগত উদ্বেগকে ছাপ ফেলতে দেননি।
মহসিনের নিষ্ঠা আর ফিরে আসার লড়াই দেখে মুগ্ধ মর্নি মর্কেল। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন স্পিডস্টার এখন লখনউ সুপার জায়ান্টসের বোলিং কোচ। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের আগের দিন বলছিলেন, 'মহসিনকে দেখে আমি মুগ্ধ। চোটের জন্য হাত বাদ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এক বছর মাঠের বাইরে কাটিয়েছে। তারপর ফিরে আসা আর ওইরকম একটা শেষ ওভার করার পর ওর কাহিনি প্রেরণা তো দেবেই। ওর কাছে কেরিয়ারে এগিয়ে যাওয়াটা বিরাট ব্যাপার।'
View this post on Instagram
গত আইপিএলে সাড়া জাগিয়ে শুরু করেছিলেন মহসিন। তারপরই ঘাতক চোট। তবে ফিরে নজর কাড়ছেন উত্তর প্রদেশের পেসার। যাঁর উত্থান মহম্মদ শামির কোচ বদরউদ্দিনের হাত ধরে। মর্কেল বলছেন, 'প্রায় এক বছর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট না খেলে শুধু প্র্যাক্টিস করে আইপিএলে নেমে পড়াটা সহজ নয়। এখানে হার-জিতের মধ্যে সামান্য ব্যবধান। চাপের মুখে যে শান্ত মনোভাব, সংযম দেখিয়েছে, তা প্রশংসনীয়। শুধু আমাদের দলের জন্য নয়, ভারতের জন্যও খুব উত্তেজক প্রতিভা। আমার মতে ভারতীয় ক্রিকেট রত্ন খুঁজে পেয়েছে। ওর পরিচর্যা করা উচিত। বাবা হাসপাতালে থাকার সময়ও যেভাবে পারফর্ম করেছে, তাতেই বোঝা যায় ওর চারিত্রিক দৃঢ়তা কোন পর্যায়ের।'
আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি
আরও পড়ুন: কোহলিদের বিরাট জয়ে কোণঠাসা কেকেআর, প্লে অফে যেতে হলে চাই অলৌকিক ফল