MS Dhoni Viral: সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ শেষেই বিশেষ অতিথির সঙ্গে দেখা করলেন ধোনি, ভাইরাল হল ভিডিও
CSK vs SRH: ম্যাচে সানরাজার্সের বিরুদ্ধে ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিএসকে আট বল বাকি থাকতে সাত উইকেটে ম্যাচ জিতে যায়।
চেন্নাই: শুক্রবার, ২১ এপ্রিল চিপকে সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings)। মাত্র ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিএসকে আট বল বাকি থাকতে সাত উইকেটে ম্যাচ জিতে যায়। ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) উইকেটের পিছনে তিনটে সাফল্য পেয়ে ইতিহাস গড়লেও, ব্যাট করতে নামেননি। ম্যাচের শেষে ধোনির এক বিশেষ অতিথির সঙ্গে দেখা করেন। কে তিনি? তিনি হলেন টি নটরাজনের (T Natarajan) কন্যাসন্তান।
বিশেষ অতিথি
টি নটরাজন সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেললেও, তিনি আদপে তামিলনাড়ুর সন্তান। তাই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ দেখতে নটরাজনের স্ত্রী ও কন্যা মাঠেই উপস্থিত ছিলেন। ম্যাচ শেষেই নটরাজনের পরিবারের সঙ্গে দেখা করেন ধোনি। সিএসকের তরফে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেন। ভিডিওতে সিএসকে অধিনায়ক ধোনিকে টি নটরাজনের কন্যার সঙ্গে মজার ছলে কথা বলতে দেখা যায়। এমনকী ধোনি খুদের সঙ্গে হাই ফাইভেরও চেষ্টা করেন বটে, তবে লাজুক নটরাজন কন্যা ধোনিকে সঙ্গ দেননি। অবশ্য ধোনি সবশেষে গোটা নটরাজন পরিবাবের সঙ্গে একটি ছবিও তোলেন।
A dose of kutty chutties to make your day! 🦁💛#CSKvSRH #WhistlePodu #Yellove #IPL2023 @Natarajan_91 pic.twitter.com/Fx4gywH6aW
— Chennai Super Kings (@ChennaiIPL) April 22, 2023
ধোনির রেকর্ড
বয়স ৪০ পেরিয়েছে, তাঁর অবসর নিয়েও চলছে জল্পনা, অনেকে মনে করছেন এটাই তাঁর শেষ আইপিএল (IPL 2023) মরসুম। তবে এরই মাঝে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচেও জোড়া রেকর্ড গড়লেন সিএসকে অধিনায়ক। ম্যাচে তাঁর কিপিং দেখলে কে বলবে, এই মানুষটা বর্তমানে আইপিএল বাদে আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেটই খেলেন না।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে অতীতের স্মৃতি উস্কে দিয়ে ফের একবার দস্তানাহাতে ক্ষিপ্র ধোনির সাক্ষী থাকল গোটা ক্রিকেটবিশ্ব। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে ধোনি একটি ক্যাচ ধরেন, একটি রান আউট করেন এবং একটি স্টাম্পিংও করেন। এর ফলেই প্রথম কিপার হিসাবে আইপিএলে দু'শোটি উইকেট নেওয়ার (ক্যাচ, স্টাম্প, রান আউট মিলিয়ে) কৃতিত্ব নিজের নামে করেন ধোনি। এই বিষয়ে ধোনির ধারেকাছেও কেউ নেই। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দীনেশ কার্তিক যিনি ১৮৭ সাফল্য পেয়েছেন। তৃতীয় স্থানে এবি ডিভিলিয়ার্স, তাঁর দখলে ১৪০টি সাফল্য রয়েছে।
তবে শুধু প্রথম কিপার হিসাবে দুইশোটি আইপিএল সাফল্য পাওয়াই নয়, এই ম্যাচে এইডেন মারক্রামের ক্যাচ ধরে আরও একটি অনন্য রেকর্ড নিজের নামে করেন মাহি। কুইন্টন ডিককে পিছনে ফেলে তিনিই বর্তমানে টি-টোয়েন্টিতে সর্বাধিক ক্যাচ ধরা কিপার হয়ে গেলেন। ডিকক এখনও পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০৭টি ক্যাচ ধরেছেন। তাঁকে পিছনে ফেলে ধোনি ২০৮টি ক্যাচ ধরে ফেললেন। মাহির এই জোড়া রেকর্ড গড়ার দিনে সিএসকেও জয় পায়।
আরও পড়ুন: মিডল স্টাম্প দু'টুকরো করে দিলেন অর্শদীপ, বিরাট আর্থিক ক্ষতির মুখে আইপিএল