(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2023: অধিনায়ক হিসাবে এক দশক পার, রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ রোহিতকে উৎসর্গ করার সিদ্ধান্ত মুম্বইয়ের
Rohit Sharma: ২০১৩ সালের ২৪ এপ্রিল হতাশাজনকভাবে মরসুম শুরুর পর মাঝপথেই রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়ভার পান।
মুম্বই: গত মরসুমের হতাশাজনক পারফরম্যান্সের পর এ মরসুমে তুলনামূলক ভাল খেলছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। গত দুই ম্যাচ হারলেও, তার আগে পরপর তিনটি ম্যাচ জিতেছিল পল্টনরা। কাল জয়ের সরণিতে ফিরতে ঘরের মাঠে লিগ শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স (MI vs RR)। এই ম্যাচটি দলের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
কিংবদন্তি অধিনায়ক
রবিবার, ৩০ এপ্রিলই ৩৬-এ পা দেবেন রোহিত। মুম্বইকে রেকর্ড পাঁচ পাঁচবার আইপিএল খেতাব জেতানো রোহিত সদ্যই সপ্তাহখানেক আগে দলের অধিনায়ক হিসাবেও এক দশক পূর্ণ করেছেন। এই উপলক্ষ্যে রবিবারের ম্যাচটি দলের অধিনায়ককে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট। নিজেদের সোশ্যাল মিডিয়াতে এই সিদ্ধান্তের কথা সরকারিভাবে ঘোষণাও করেছে মুম্বই।
#Hitman10 | 🔟 years of Ro’s Skipper era, 🔟 years of believing in miracles 💙🏆
— Mumbai Indians (@mipaltan) April 29, 2023
Paltan, #MIvRR will be dedicated to this decade of @ImRo45’s captaincy. See you at Wankhede on April 30 🤩#OneFamily #MumbaiIndians #MumbaiMeriJaan #IPL2023 pic.twitter.com/djI258prid
২০১১ মরসুমে ডেকান চার্জাস ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন রোহিত। দুই মরসুম ব্যাটার হিসাবে খেলার পরেই। ২০১৩ সালের ২৪ এপ্রিল হতাশাজনকভাবে মরসুম শুরুর পর তৎকালীন অধিনায়ক রিকি পন্টিং তরুণ রোহিত শর্মার হাতে দলের নেতৃত্বে দায়ভার তুলে দেন। তারপর থেকেই ইতিহাস গড়ার পালা শুরু। ওই মরসুমেই মুম্বইকে প্রথমবার আইপিএল ট্রফি জেতান রোহিত। তারপর ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে রোহিতের নেতৃত্বেই আরও চারটি আইপিএল খেতাব জেতে মুম্বই। তাঁর অধীনে পল্টনদের চ্যাম্পিয়ন লিগ জেতানোর কৃতিত্বও রয়েছে।
আরও পড়ুন: মাছ খান না? ডিমে অ্যালার্জি? প্রোটিন মিলবে কীভাবে?
ফর্মে ফেরার তাগিদ
মুম্বই ফ্র্যাঞ্চাইজির রোহিত মোট ছয় হাজারেরও অধিক রান করেছেন। পল্টনদের হয়ে এর থেকে অধিক রান করার কৃতিত্ব আর কারও নেই। সেই কারণেই কিংবদন্তি অধিনায়কের উদ্দেশে রবিবারের ম্যাচ উৎসর্গ করে তাঁকে বিশেষ সম্মান জানাতে তৎপর মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। নিজের জন্মদিনে রাজস্থান হারিয়ে দলকে জয়ের সরণিতে ফেরাতে নিশ্চয়ই বদ্ধপরিকর হবেন রোহিত। চলতি সাত ম্যাচে মাত্র ১৮১ রান ব্যাটার রোহিতও ফর্মে ফিরতে আগ্রহী হবেন। 'হিটম্যান' নিজের দলকে জেতাতে পারেন কি না, এখন সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন: কীভাবে এক ম্যাচের ব্যবধানে সম্পূর্ণ বদলে গেল ভাগ্য? রহস্যভেদ করলেন লখনউ অধিনায়ক রাহুল