IPL Retention: পোলার্ডকে ছেড়ে দিচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স? জাডেজার আইপিএল ভবিষ্যৎ কী?
Kieron Pollard: ১৫ নভেম্বরের মধ্যে ক্রিকেটারদের রিটেনশন তালিকা বোর্ডের কাছে জমা দিতে হবে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে। শোনা যাচ্ছে, সেই তালিকা তৈরি করে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স।
মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) আইপিএল (IPL) চ্যাম্পিয়ন করেছিল তাঁর অলরাউন্ড পারফরম্যান্স। তবে গত আইপিএলে মুখ থুবড়ে পড়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার কায়রন পোলার্ডকে (Kieron Pollard) তাই ছেড়ে দিতে পারে রোহিত শর্মার (Rohit Sharma) দল।
২০২৩ সালের আইপিএলের আগে ১৫ নভেম্বরের মধ্যে ক্রিকেটারদের রিটেনশন তালিকা বোর্ডের কাছে জমা দিতে হবে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে। শোনা যাচ্ছে, সেই তালিকা তৈরি করে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। পোলার্ডকে সেই তালিকায় রাখা হয়নি। ২০১০ সাল থেকে টানা মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা গিয়েছে পোলার্ডকে। বল ও ব্যাট হাতে অনেক ম্যাচে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। শোনা যাচ্ছে, ফ্যাবিয়েন অ্যালেন ও টাইমাল মিলসকেও ছেড়ে দিতে পারে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
শনিবার সন্ধ্যায় মুম্বই ইন্ডিয়ান্সের তরফে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার পেসার জেসন বেহরেনডর্ফকে দলে নেওয়া হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলেন তিনি। তবে এর আগেও মুম্বইয়ের হয়ে খেলেছেন অজি পেসার। ২০১৮ ও ২০১৯, পরপর দুই মরসুম মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা গিয়েছিল তাঁকে।
View this post on Instagram
অন্যদিকে, রবীন্দ্র জাডেজাকে নিয়ে জল্পনায় জল ঢেলে তাঁকে ধরে রাখার পথে হাঁটতে পারে চেন্নাই সুপার কিংস। গত মরসুমে জাডেজাকে নেতৃত্বের দায়িত্ব দিয়েছিল সিএসকে। কিন্তু ব্যর্থ হন জাডেজা। চাপের মুখে নেতৃত্ব ছেড়েও দেন। তারপর থেকেই জল্পনা চলছিল, জাডেজাকে কি ছেড়ে দেবে সিএসকে? যদিও সূত্রের খবর, সৌরাষ্ট্রের অলরাউন্ডারকে রেখেই দল গড়তে চলেছে সিএসকে। শোনা যাচ্ছে, ক্রিস জর্ডান, অ্যাডাম মিলনে ও মিচেল স্যান্টনারকে ছেড়ে দিতে পারে সিএসকে।
১৫ নভেম্বর বোর্ডের তরফে প্রত্যেক দলের রিটেনশন ও রিলিজ তালিকা ঘোষণা হওয়ার কথা। আপাতত সেদিনের অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।
আরও পড়ুন: চাপ বাড়তে পারে পাকিস্তানের, ফাইনালে ফিট হয়ে মাঠে নামতে পারেন ২ ইংরেজ তারকা