RR vs SRH Innings Highlights: বিধ্বংসী বাটলার, হায়দরাবাদের বিরুদ্ধে রাজস্থান তুলল ২১৪/২
IPL 2023: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে রানের পাহাড়ে রাজস্থান। ৩৮ বলে ৬৬ রানে অপরাজিত রইলেন সঞ্জু স্যামসন। ২০ ওভারের শেষে রাজস্থান তুলল ২১৪/২।
জয়পুর: ভুবনেশ্বর কুমারের বিষাক্ত ইনস্যুইঙ্গিং ইয়র্কার যখন তাঁর পায়ের পাতায় আছড়ে পড়ল, জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামের গ্যালারিতে উদ্বেগ। ৫৯ বলে ৯৫ রান করে তখন অপরাজিত জস বাটলার (Jos Buttler)। গোটা গ্যালারি প্রার্থনা করছে ছয় মেরে বাটলারের সেঞ্চুরি দেখার জন্য। আম্পায়ার আঙুল তুললেন না। যেন স্বস্তি দর্শকদের। তবে কয়েক মুহূর্তের জন্য। আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন ভুবি। ডিআরএসে এলবিডব্লিউ হলেন বাটলার। সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থামতে হল। হতাশা ছড়াল গ্যালারিতে।
তবু ইনিংসের শেষে স্বস্তি রাজস্থান রয়্যালস শিবিরে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে রানের পাহাড়ে রাজস্থান। ৩৮ বলে ৬৬ রানে অপরাজিত রইলেন সঞ্জু স্যামসন। ২০ ওভারের শেষে রাজস্থান তুলল ২১৪/২।
ম্যাচের শো স্টপার অবশ্য ইংরেজ তারকা বাটলার। ৮৪ মিনিটের ইনিংসে মারলেন ১০টি চার ও ৪টি ছক্কা। স্ট্রাইক রেট ১৬১.০১। সানরাইজার্স হায়দরাবাদের কোনও বোলারকেই রেয়াত করেননি তিনি।
এক দলের কাছে এই ম্যাচ মরণ-বাঁচন। প্লে অফে যাওয়ার সামান্যতম আশা জিইয়ে রাখতে হলে বাকি ৫ ম্যাচের সবকটি জিততেই হবে সানরাইজার্স হায়দরাবাদকে (RR vs SRH)। অন্য দল অবশ্য অনেকটা সুবিধাজনক জায়গায়। ১০ ম্যাচে ১০ পয়েন্ট রাজস্থান রয়্যালসের। বাকি ৪ ম্যাচের মধ্যে তিনটিতে জিতলেও প্লে অফের দরজা খুলে যেতে পারে।
View this post on Instagram
রবিবার জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। তিন স্পিনার নিয়ে খেলছে রাজস্থান। দুই অশ্বিন। আর অশ্বিন ও এম অশ্বিন। সঙ্গে যুজবেন্দ্র চাহাল। তবে ট্রেন্ট বোল্টকে খেলানো হচ্ছে না রবিবার। রাজস্থান রয়্যালস খেলাচ্ছে জো রুটকে।হায়দরাবাদ এই ম্যাচে খেলাচ্ছে না উমরন মালিককে। পাশাপাশি বসানো হয়েছে ময়ঙ্ক অগ্রবালকেও।
আরও পড়ুন: IPL Exclusive: বদলে যাচ্ছে ইডেনের পিচ? কেকেআর-পাঞ্জাব ম্যাচে ঘূর্ণির পুর্বাভাস
বাটলারকে ফেরালেও ৪ ওভারে ৪৪ রান খরচ করলেন ভুবি। মার্কো জানসেনও ৪ ওভারে দিলেন ৪৪। ময়ঙ্ক মারকাণ্ডে ৪ ওভারে ৫১ রান খরচ করেছেন। হায়দরাবাদের সামনে এবার বিরাট বড় চ্যালেঞ্জ।
আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন, কীভাবে ফল খাবেন?