(Source: ECI/ABP News/ABP Majha)
Gill's Instagram Post: 'প্রাক্তন' নাইটদের হারানোর পর ইনস্টাগ্রামে কী পোস্ট করলেন শুভমন গিল?
IPL 2023: ঋদ্ধিমান সাহার সঙ্গে ওপেনিং জুটিতে ৪১ রানও যোগ করেন তিনি। গুজরাত শিবির ১৭.৫ ওভারেই কেকেআরের বিরুদ্ধে জয়ের জন্য প্রয়োজনীয় লক্ষ্যমাত্রায় পৌঁছে গিয়েছিল।
কলকাতা: নিজের আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন কেকেআরের জার্সিতেই। যদিও গতকাল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কেকেআর বিরুদ্ধে ব্যাট করতে নেমে হাঁকিয়েছিলেন ৩৫ বলে ৪৯ রান। ঋদ্ধিমান সাহার সঙ্গে ওপেনিং জুটিতে ৪১ রানও যোগ করেন তিনি। গুজরাত শিবির ১৭.৫ ওভারেই কেকেআরের বিরুদ্ধে জয়ের জন্য প্রয়োজনীয় লক্ষ্যমাত্রায় পৌঁছে গিয়েছিল।
তবে ম্য়াচের পর সোশ্য়াল মিডিয়া গিল একটি পোস্ট করেছেন। যে পোস্ট নিয়ে চর্চা শুরু হয়েছে। নিজের প্রাক্তন দল কেকেআরকে নিয়েই ট্রোল করে একটি পোস্ট করেছিলেন ডানহাতি এই ব্য়াটার। গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য সেই পোস্টে কমেন্টও করেছেন।
View this post on Instagram
গতকাল ইডেনে কেকেআর গুজরাতের মুখোমুখি হয়েছিল।
কেকেআরের হার
চার বছর আগে ওয়ান ডে বিশ্বকাপে তাঁকে জাতীয় দলে নেওয়া নিয়ে কম সমালোচনা হয়নি। বলা হয়েছিল, তিনি নাকি থ্রি ডি প্লেয়ার। যা নিয়ে অম্বাতি রায়ডু সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন। ট্যুইট করেছিলেন, আমি থ্রি ডি চশমা পরে সিনেমা দেখি। ক্রিকেট খেলি না...
সেই থ্রি ডি শো ফ্লপ হয়েছিল। জাতীয় দল থেকে ছাঁটাই হয়ে গিয়েছিলেন বিজয় শঙ্কর (Vijay Shankar)। এবারের আইপিএলে যাঁর পুনর্জন্ম হয়েছে। শনিবার ইডেনে (Eden Gardens) যিনি কেকেআরের (KKR vs GT) ঘাতক হয়ে হাজির হলেন।
শনিবার টসের পরই আকাশ কালো করে বৃষ্টি নামে ইডেনে। ভরদুপুরে যেন রাতের আঁধার। বৃষ্টি থামার পর নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর শুরু হয় ম্যাচ। যে ম্যাচে নাইট শিবিরকে অন্ধকারে ডোবাল বিজয় শঙ্করের ব্যাট। শুরুতে ব্যাটিং করে কেকেআর তুলেছিল ১৭৯/৭। ১৩ বল বাকি থাকতে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করল গুজরাত। ২৪ বলে অপরাজিত ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেললেন শঙ্কর। ১৮ বলে অপরাজিত ৩২ রান করে তাঁকে সঙ্গত করলেন ডেভিড মিলার।
এই ম্যাচ হারের ফলে কেকেআরের প্লে অফে ওঠার রাস্তা অনেকটাই কঠিন হয়ে গেল। এখন নীতিশ রানার দলের প্লে অফে ওঠার একটাই অঙ্ক, তা হল বাকি ম্যাচগুলোয় সবগুলোতেই জয় ছিনিয়ে নেওয়া।