SRH vs RCB Preview: হারানোর কিছু নেই, চাপমুক্ত হায়দরাবাদ কি ধাক্কা দেবে কোহলিদের প্লে অফ স্বপ্নকে?
IPL 2023: হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে আরসিবি। কোহলিরা টানা ৫টি অ্যাওয়ে ম্যাচে মাঠে নামছেন।
হায়দরাবাদ: এক জয় রাতারাতি বদলে দিয়েছে ছবিটা।
রবিবার রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) ১১২ রানে হারিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। বিরাট ব্যবধানে জয় এক ধাক্কায় আরসিবির নেট রান রেট -০.৩৪৪ থেকে +০.১৬৬ করে দিয়েছে। এত বিরাট ব্যবধানে জয় পয়েন্ট টেবিলও ওলট পালট করে দিয়েছে। ১২ পয়েন্টে রয়েছে ৪টি দল। তার মধ্যে সবচেয়ে ভাল জায়গায় আরসিবিই। আর সেটা রান রেটের সুবাদে। পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে রয়েছেন ফাফ ডুপ্লেসি-বিরাট কোহলিরা। প্রতিদ্বন্দ্বী তিন দলের চেয়ে এগিয়ে কোহলিরা। প্লে অফে যাওয়ার ভাল সুযোগ রয়েছে আরসিবির। তবে হারলেই পয়েন্ট টেবিলের ছ'নম্বরে নেমে যাবে আরসিবি। রাজস্থানেরও নীচে। সেই রাজস্থান, যাদের আগের ম্যাচে দুরমুশ করেছে আরসিবি।
ব্য়াট হাতে দুরন্ত ছন্দে আছেন আরসিবি অধিনায়ক ডুপ্লেসি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী দক্ষিণ আফ্রিকার তারকা। অরেঞ্জ ক্যাপও রয়েছে ডুপ্লেসির দখলে। আরসিবির শক্তি পাওয়ার প্লে-র বোলিংও। টুর্নামেন্টে এখনও পর্যন্ত পাওয়ার প্লে-র ৬ ওভারে সবচেয়ে বেশি উইকেট তুলেছেন আরসিবি বোলাররা। ৩০টি উইকেট এসেছে পাওয়ার প্লে-তেই। পাওয়ার প্লে-তে বোলিং গড়ও সবচেয়ে ভাল আরসিবি-র। প্রত্যেক ১৮.৪৬ রান অন্তর উইকেট তুলেছেন আরসিবি বোলাররা। যুগ্মভাবে পাওয়ার প্লে-তে সবচেয়ে ভাল ইকনমি রেটও আরসিবির। ৭.৪১। বল হাতে নেতৃত্ব দিচ্ছেন মহম্মদ সিরাজ।
হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে আরসিবি। কোহলিরা টানা ৫টি অ্যাওয়ে ম্যাচে মাঠে নামছেন। এই মরসুমে এটাই দুই দলের প্রথম ও একমাত্র সাক্ষাৎ। হায়দরাবাদ এমনিতেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তবে হেনরিখ ক্লাসেন ছন্দে আছেন। ৯ ইনিংসে ৩২৬ রান করে ক্লাসেনই হায়দরাবাদের সর্বোচ্চ স্কোরার। ১৭০-এর ওপর স্ট্রাইক রেট রেখে রান করেছেন তিনি।
আরসিবিকে হারাতে পারলে হায়দরাবাদ সান্ত্বনা পেতে পারে কারণ, পয়েন্ট টেবিলের একেবারে শেষ স্থান এড়ানো সম্ভব হতে পারে নিজামের শহরের। যা কিছুটা হলেও মানসিক স্বস্তি দিতে পারে সানরাইজার্স হায়দরাবাদ শিবিরকে।
চোট থাকায় আগের ম্যাচে জশ হ্যাজলউড ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পায়নি আরসিবি। তাঁদের হায়দরাবাদের বিরুদ্ধেও পাওয়া যাবে কি না, তা নিশ্চিত নয়।
আরসিবিকে চিন্তায় রাখবে টপ অর্ডারের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা। পরিসংখ্যান বলছে, ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচ ছাড়া বাকিরা চলতি আইপিএলে ৪৪৩ রান করেছেন। সেটাই আইপিএলের দশ দলের মধ্যে সর্বনিম্ন। সব দলের মধ্যে ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচের পর সবচেয়ে কম গড়ও আরসিবির। মাত্র ১৫.৮২। হায়দরাবাদের বিরুদ্ধে সেই দুর্বলতাও কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ আরসিবির।
আরও পড়ুন: সরু সুতোয় ঝুলছে ভাগ্য, তবু প্লে অফে চলে যেতে পারে কেকেআর, কীভাবে?